এই প্রথম জেমস ওয়েব পেল ভিনগ্রহে পানির সন্ধান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ০৪:২৭ পিএম

এই প্রথম জেমস ওয়েব পেল ভিনগ্রহে পানির সন্ধান

প্রথমবারের মতো ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ। এক হাজার আলোকবর্ষেরও বেশি দূরে ডব্লিউএসপি-৯৬বি নামে একটি গ্রহে এ পানির সন্ধান পাওয়া গেছে।

বুধবার প্রকাশিত হয়েছে জেমস ওয়েবের তোলা এক নির্মীয়মাণ নক্ষত্রপুঞ্জের সমাহারের ছবি। সেই ছবিতেই ধরা পড়েছে পৃথিবীর প্রতিবিম্ব বাসযোগ্য একটি গ্রহের।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানায়, কোটি কোটি ডলারের জেমস ওয়েব টেলিস্কোপটি ১ হাজার ১৫০ আলোকবর্ষ দূরে ডব্লিউএএসপি–৯৬বি নামের ওই গ্যাসীয় গ্রহটিতে পানির চিহ্ন পায়।

টুইট বার্তায় নাসা জানায়, আমরা পৃথিবীসদৃশ ওই গ্রহে (এক্সাপ্লানেট) মেঘ থাকার প্রমাণও পেয়েছি।

পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, নাসা, ইউরোপীয় মহাকাশ সংস্থা ও কানাডিয়ান স্পেস এজেন্সির বানানো জেমস ওয়েব। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তম টেলিস্কোপ। এই টেলিস্কোপটি বানানো হয়েছে দূর মহাকাশে, মহাবিশ্বের শুরুর দিকে গ্যালাক্সি সৃষ্টির সময়কে দেখার জন্য। জেমস ওয়েবের আগে হাবল টেলিস্কোপ গত দুদশকে অসংখ্য এক্সোপ্ল্যানেটকে নজরবন্দি করেছে। ২০১৩ সালে প্রথম স্পষ্ট ভাবে চিহ্নিত করেছে পানির উপস্থিতি। কিন্তু জেমস ওয়েব অভিযানে নেমেই চমক লাগিয়ে দিয়েছে। ধারণা করা হচ্ছে, শিগগির প্রাণের অনুকূল কোনো গ্রহের সন্ধান পাওয়া যেতে পারে।

নাসা বলছে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া ছবিগুলো ‘জ্যোতির্বিদ্যায় একটি নতুন যুগের’ সূচনা করেছে।

মহাকাশ সংস্থাটি বলছে, জেমস ওয়েবের পূর্ণ শক্তি দিয়ে মহাবিশ্বের রহস্য উন্মোচন করার মিশন শুরু করতে তারা প্রস্তুত।

Link copied!