এক কাপড়ে আফগানিস্তান ছেড়েছেন গনি!

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২০, ২০২১, ০১:৩৯ পিএম

এক কাপড়ে আফগানিস্তান ছেড়েছেন গনি!

এক কাপড়ে আফগান ছেড়েছেন বলে দাবী সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির। বুধবার (১৮ আগস্ট) আশরাফ গনি এক ভিডিও বার্তায় তার বিরুদ্ধে আনীত অর্থ লোপাটের অভিযোগ অস্বীকার করে তার আফগানিস্তান ত্যাগের যৌক্তিকতা তুলে ধরেন।

টাকা চুরি দূরে থাক, কেবল গায়ের একপ্রস্থ কাপড়, একজোড়া স্যান্ডেল এবং একটি ভেস্ট পরে আফগানিস্তান ত্যাগ করেছেন আশরাফ গনি। তার ফেসবুক পেইজে পোস্ট করা এক ভিডিওতে আফগানিস্তান ত্যাগের যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, ‘আফগানিস্তানে রক্তপাত এড়ানোর একমাত্র উপায় ছিলো এটি’। আরেকটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি আফগানিস্তানে থেকে গেলে জনসমক্ষে ল্যাম্পপোস্টে আমার লাশ ঝুলিয়ে রাখা হতো’।

এ সময় তিনি তার বিরুদ্ধে তাজিকিস্তানে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত কর্তৃক উত্থাপিত রাষ্ট্রীয় কোষাগার থেকে ১৬৯ মিলিয়র ডলার সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এই অভিযোগ ভিত্তিহীন’। আফগানিস্তান ত্যাগের সময় কেবল একপ্রস্থ ঐতিহ্যবাহী আফগান পোষাক, একজোড়া স্যান্ডেল এবং একটি ভেস্ট ছিলো তার পরনে। এ সময় তিনি আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বলেন, শান্তি প্রক্রিয়া ব্যর্থ হওয়ার কারণেই তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করতে পেরেছে।

এ ছাড়াও ভিডিওটিতে তিনি নিশ্চিত করেন যে, তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।

গত রবিবার (১৫ আগস্ট) তালেবান কাবুল দখলের প্রাক্কালে আশরাফ গনি আফগানিস্তান ত্যাগ করেন।

সূত্র: ডেকান হেরাল্ড

Link copied!