এক বছরের মধ্যে চীনে মিয়ানমারের চার রাষ্ট্রদূতের মৃত্যু!

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২২, ১১:১০ এএম

এক বছরের মধ্যে চীনে মিয়ানমারের চার রাষ্ট্রদূতের মৃত্যু!

চীনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ মায়ো থান্ট পে আকস্মিক মৃত্যুবরণ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পশ্চিম চীনের কুনমিং শহরে গত ৭ আগস্ট আকস্মিকভাবে তার মৃত্যু হয়। এ নিয়ে গত এক বছরেরও কম সময়ের মধ্যে মিয়ানমারের চারজন রাষ্ট্রদূত মারা গেলেন।

গতকাল সোমবার মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে থান্ট পের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। তবে সেখানে তার মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রদূত উ মায়ো থান্ট পের আকস্মিক মৃত্যুর কারণ সম্ভবত হার্ট অ্যাটাক হতে পারে।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলে চীনে থাকা মিয়ানমারের দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

ইউ মাইও থান্ট পে ২০১৯ সালে রাষ্ট্রদূত হিসেবে চীনে নিযুক্ত হয়েছিলেন। ২০২১ এর ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পরও তিনি নিজ পদে বহাল ছিলেন।

প্রসঙ্গত, গত এক বছরে চীনে মৃত্যুবরণ করা চতুর্থ রাষ্ট্রদূত তিনি। এর আগে, জার্মানীর রাষ্ট্রদূত, ৫৪ বছর বয়সী ইয়ান হেকার, বেইজিংয়ে দায়িত্ব পালনে যাওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে, গত সেপ্টেম্বরে মৃত্যুবরণ করেন।

ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাষ্ট্রদূত, ৬৫ বছর বয়সী সের্হি কামিশেভ, বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের এক ভেন্যু পরিদর্শনকালে বা তার কিছু সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন।

এপ্রিলে, চীনের পূর্বাঞ্চলের আনহুই প্রদেশে কোয়ারেন্টিনে থাকাকালীন, ফিলিপাইনের রাষ্ট্রদূত, ৭৪ বছর বয়সী হোজে সান্টিয়াগো “চিটো” সান্টা রোমানার মৃত্যু হয়। 

Link copied!