একদিনে করোনামুক্ত ভারতের আন্দামান-নিকোবর

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১১, ২০২১, ১১:৫৫ পিএম

একদিনে করোনামুক্ত ভারতের আন্দামান-নিকোবর

ভারতের করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বেড়ে গেছে। তবে স্বস্তির খবর, দেশটির কেন্দ্রশাসিত আন্দামান-নিকোবরে দ্বীপপুঞ্জে গত ২৪ ঘন্টায় একজনও করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হননি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে দেশটিতে গত ২৪ ঘন্টায় ১১ হাজার ৪৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই সময়ের মধ্যে মারা গেছেন ৪৬০ জন।

তবে দেশটির আন্দামান-নিকোবরে করোনা পরিস্থিতির যথেষ্ঠ উন্নতি হয়েছে। বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় একজনও করোনায় আক্রান্ত হননি।বরং করোনাকে হারিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে দ্বীপবাসীরা।

বৃহস্পতিবারের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ি,  সেখানে মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৫ জন৷ নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি সেখানে৷ বরং বাড়ছে সুস্থতার হার। 

পরিসংখ্যানে আরও বলা হয়,  অতিমারি সৃষ্টিকারী ভাইরাস নতুন করে কারও প্রাণ নিতে পারেনি। করোনার সময়কালে মোট মৃত্যু হয়েছিল ১২৯ জনের। এরপর আর নতুন করে মৃত্যুর কবলে পড়তে হয়নি দ্বীপবাসীকে। আন্দামান-নিকোবরে এখন ৯ জন করোনা সক্রিয় রোগী রয়েছেন। করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত সেরে উঠেছেন ৭ হাজার ৫২৭ জন। 

তবে করোনা পরীক্ষায় কোনও ঢিলেমি দেয়নি আন্দামান-নিকোবর প্রশাসন। এখনও পর্যন্ত ৬ লাখ ১১ হাজার করোনা পরীক্ষা হয়েছে। দ্বীপপুঞ্জে অবস্থিত ২ লাখ ৯৪ হাজারের মধ্যে ২ লাখ ১৮ হাজার  টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। ধীরে ধীরে আবার স্বাভাবিকে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে আন্দামান-নিকোবরে। আন্ত:দ্বীপ নৌকা ও বাস চলাচল শুরু করেছে৷ দ্বীপপুঞ্জের বাসিন্দা ও পর্যটকরা সমস্যায় পড়েছিলেন। 

তবে এখানে কড়া স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর নজর রাখা হচ্ছে। সব দ্বীপে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি এখনও। যে সকল পর্যটকেরা আন্দামান নিকোবরে আসবেন তাদের কোভিডের দুটি টিকা নিয়ে আসতে হবে৷ তবে পর্যটন শিল্প যাতে সচল থাকে করোনা নিষেধাজ্ঞার মধ্যে সেদিকেই নজর রাখা হচ্ছে।

Link copied!