এখন পর্যন্ত ২১ হাজার মানুষের নাম মৃতের তালিকায়

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৩:৩১ পিএম

এখন পর্যন্ত ২১ হাজার মানুষের নাম মৃতের তালিকায়

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর তালিকায় নাম বেড়ে যাচ্ছেই। অন্যদিকে শুধু তুরস্কে ভূমিকম্পকবলিত ১০টি প্রদেশে আহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে দেখা যায়, তুরস্ক ও সিরিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে নিহত হয়েছেন তুরস্কের ১৭ হাজার ৬৭৪ জন আর সিরিয়ার ৩ হাজার ৩৭৭ জন।

tsf16

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭তে তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ১১ মিনিট পরই আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প। তুরস্ক-সিরিয়া ছাড়াও এসব ভূমিকম্প পাশের সাইপ্রাস ও লেবাননেও অনুভূত হয়।

tsf15

এখনো উদ্ধারকার্য সম্পূর্ণ না হওয়ায় ধ্বংসস্তূপের নিচে এখনো যারা আটকে আছেন তাদের জীবিত পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এ বিষয়ে প্রাকৃতিক দুর্যোগ বিশেষজ্ঞ স্টেভেন গোডবে বলেন, ‘দুর্যোগের প্রথম ২৪ ঘণ্টায় আক্রান্তদের বেঁচে থাকার সম্ভাবনা থাকে ৭৪ শতাংশ। ৭২ ঘণ্টা (তিন দিন) পর এটি নেমে আসে ২২ শতাংশে। আর পঞ্চম দিনে কোনো আহত বা ক্ষতিগ্রস্তের বেঁচে থাকার সম্ভাবনা ৬ শতাংশে চলে আসে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সিনিয়র জরুরি কর্মকর্তা আদেলহেইদ মার্সশাঙ্গ বলেছেন, ‘ম্যাপ পর্যালোচনা করে দেখা গেছে তুরস্ক ও সিরিয়ায় এই ভূমিকম্পে ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। যাদের মধ্যে ৫০ লাখের অবস্থা খুবই খারাপ।’

tsf14

কর্তৃপক্ষের হিসাবমতে, তুরস্কে ভূমিকম্পে প্রায় ৬ হাজার ৫০০ ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও অগণিত ভবন। ভূমিকম্প বিধ্বস্ত এলাকাগুলোতে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের বাস।

tsf10

দুটি দেশেই হাজারো মানুষ তীব্র ঠান্ডায় বিপর্যস্ত অবস্থায় খোলা আকাশের নিচে কিংবা গাড়ির ভেতরে দিন-রাত পার করছেন। ভূমিকম্পে তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে কিংবা হেলে পড়েছে। সেখানে আর ফিরে যাওয়ার সাহস নেই কারও।

সুপারমার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গায়, মসজিদে, রাস্তার ধারে কিংবা ধ্বংসস্তুপের মধ্যে অস্থায়ী তাঁবু গেড়ে আশ্রয় নিয়ে আছে গৃহহীন এই মানুষেরা। খাবার, পানি এবং শীতের মধ্যে একটু উষ্ণতা পাওয়ার জন্য তাঁরা মরিয়া।

ts18

এর আগে ১৯৯৯ সালে তুরস্কে ৭ দশমিক ৪ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারান ১৭ হাজারের বেশি মানুষ; আহত হন ৩৩ হাজারের বেশি। এরই মধ্যে এবারের ভূমিকম্পে আহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে।

Link copied!