এতটা উষ্ণ ফেব্রুয়ারি ১২২ বছরের মধ্যে দেখেনি ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২৩, ০৫:২১ পিএম

এতটা উষ্ণ ফেব্রুয়ারি ১২২ বছরের মধ্যে দেখেনি ভারত

গত ১২২ বছরের মধ্যে ভারতে চলতি বছরের ফেব্রুয়ারি ছিল সবচেয়ে উত্তপ্ত মাস। এ মাসে প্রতিদিন গড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১.৭৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর আগে ১৯০১ সালের ফেব্রুয়ারিতে গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল স্বাভাবিকের চেয়ে ০.৮১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

ভারতে ১৯০১ সালের পর থেকে এত গরম ফেব্রুয়ারি আর দেখেননি বলে জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তাদের হিসেবে আগামী ৩ মাস ভারতের অনেক এলাকায় তাপমাত্রা আগের বছরের তুলনায় বেশি হওয়ার আশংকা রয়েছে এবং তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তখন দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে।

কয়েক বছর আগেও মার্চ পর্যন্ত ঠাণ্ডার প্রভাব দেখা গেলেও এবার উল্টো। দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ, দক্ষিণ-পশ্চিম রাজস্থান, ওডিশা, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর কিছু অংশ এবং গুজরাট, মহারাষ্ট্র এবং কেরালার বেশিরভাগ অংশে সর্বাধিক তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াস।

দ্য হিন্দুস্তান টাইমস

Link copied!