এবার দেড় হাজার ইউক্রেনীয় সেনা হত্যার দাবি করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৬, ২০২৩, ০২:৪৬ পিএম

এবার দেড় হাজার ইউক্রেনীয় সেনা হত্যার দাবি করলো রাশিয়া

সংগৃহীত ছবি

দোনেৎস্ক অঞ্চলের খেরসনে ইউক্রেনের চালানো বড় ধরণের আরেকটি হামলা প্রতিহত করার দাবি করেছে রাশিয়া। ওই হামলায় দেশ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলেও দাবি মস্কোর।

দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেইনের আরেকটি বড় আক্রমণ ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার দাবি করেছে রাশিয়া। অপরদিকে পাল্টা দাবিতে পূর্বাঞ্চলের লড়াইয়ে অগ্রগতির হয়েছে বলে জানিয়েছে উক্রেইন।

স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতির বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা ও ফরাসি গণমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর ডট কম জানায়, রাশিয়ার বাহিনীগুলো ইউক্রেইনের বাহিনীগুলোর ওপর আক্রমণ করে বিপুল সংখ্যক সেনাকে হত্যা এবং আটটি মূল লেপার্ড ব্যাটেল ট্যাংকসহ ২৮টি ট্যাংক ও ১০৯টি সাঁজোয়া যান ধ্বংস করেছে। লড়াইয়ে নিহত ইউক্রেইনীয় সেনার সংখ্যা ১৫০০ বলে জানিয়েছে তারা। 

টেলিগ্রামে পোস্ট করা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়, “আগেরদিনের ব্যাপক ক্ষয়ক্ষতির পর কিয়েভ সরকার ২৩তম ও ৩১তম যান্ত্রিক ব্রিগ্রেডের অবশিষ্টাংশকে পৃথক একত্রিত ইউনিটে রূপান্তর করে, যেটি আক্রমণাত্মক অভিযান অব্যাহত রাখে।

তবে আলজাজিরা ও ফ্রান্স টুয়েন্টিফোর ডট কম  স্বতন্ত্রভাবে এসব প্রতিবেদন যাচাই করতে পারেনি। অন্যদিকে, রাশিয়ার এসব দাবির বিষয়ে ইউক্রেন এখন পর্যন্ত  কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি।

প্রসঙ্গত, রাশিয়া ও ইউক্রেইন প্রায়ই একে অপরের বহু সেনাকে হত্যা করেছে বলে দাবি করে আসলেও সেসব স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয় না। এর আগে, গতকাল সোমবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তার সেনারা বাখমুত পুনর্দখল করেছে। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় সেনারা বাখমুতের দিকে অগ্রসর হচ্ছে।

Link copied!