শ্রীলঙ্কায় চলমান সহিংস বিক্ষোভে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের দেশত্যাগ ঠেকাতে বিমানবন্দরের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।
মঙ্গলবার লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর (বিআইএ) এর বাইরে একদল বিক্ষোভকারী গাড়ি রেখে সড়ক অবরোধ করে রেখেছে। তবে, সংসদ সদস্য ছাড়া সাধারণ নাগরিক ও বিদেশি পর্যটকদের বিমানবন্দরে প্রবেশের সুযোগ দিচ্ছে।
এর আগে, সোমবার বিক্ষোভে অগ্নিগর্ভ শ্রীলঙ্কায় এক এমপির অস্বাভাবিক মৃত্যু হয়েছে, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরেকজন। এদিন শ্রীলঙ্কায় অন্তত অর্ধশতাধিক রাজনীতিবিদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।
এদিকে, শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগের পর এবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ দাবিতে আজ জোরালো আন্দোলন শুরু করেছে সরকারবিরোধী শিবির। সোমবার থেকেই বিক্ষোভ আর সংঘর্ষে উত্তাল পুরো দেশ। সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে সোমবার দেওয়া কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে।
জননিরাপত্তা অর্ডিন্যান্সের ১৬ ধারা মেনে যে কারফিউ দেওয়া হয়েছে তা মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টায় তুলে নেওয়ার কথা ছিল। পরে তা বাড়িয়ে আগামীকাল বুধবার সকাল ৭টা পর্যন্ত করা হয়েছে।
প্রথমবারের মতো শ্রীলংকার কোনো আন্দোলনে সব ধরণের রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিরা একত্রে অংশ নিয়েছে। সবার দাবি এখন একটাই, রাষ্ট্রপতির পদত্যাগ এবং এই আর্থ-সামাজিক সংকট থেকে উদ্ধার করতে সক্ষম ব্যাক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর।