কানাডায় তীব্র দাবদাহ:ব্রিটিশ কলম্বিয়ায় স্থানীয়দের এলাকা ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৪, ২০২১, ০৮:৫৫ পিএম

কানাডায় তীব্র দাবদাহ:ব্রিটিশ কলম্বিয়ায় স্থানীয়দের এলাকা ছাড়ার নির্দেশ

কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলম্বিয়ায় কয়েকদিন ধরে রেকর্ড পরিমাণ দাবদাহ চলছে। নজিরবিহীন দাবদাহে বিপর্যস্ত কানাডার এই প্রদেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিটিশ কলম্বিয়ার দাবানল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার (০৩ জুলাই) পর্যন্ত প্রদেশে ১৭৬টি দাবদাহের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত দুই দিনে সৃষ্টি হয়েছে ৭৬টি।

খবরে বলা হয়, ব্রিটিশ কলম্বিয়ার দাবানল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রদেশের থম্পসন-নিকোলা রিজিওনাল ডিসট্রিক্টের বাসিন্দাদের দ্রুত ঘরবাড়ি ছাড়তে ৯টি নির্দেশনা দিয়েছে। এ ছাড়া এই এলাকার ১১টি মিউনিসিপ্যালিটিতে স্বল্প সময়ের মধ্যে এলাকা খালি করার ৪টি সতর্কতাও জারি করা হয়েছে।

ব্রিটিশ কলম্বিয়ায়  গত শুক্রবার (০২ জুলাই) প্রদেশের লাইটন গ্রামে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। প্রাদেশিক দাবানল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, পুরো গ্রাম ছাইয়ে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

দেশটিতে তীব্র দাবদাহে গত কয়েক দিনে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে সবচেয়ে খারাপ অবস্থা। এই  প্রদেশের বয়স্করাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। দেশটির আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে জানিয়ে দিয়েছে, আরও কয়েক দিন এই পরিস্থিতি বিরাজ করবে।

 

 

Link copied!