কানাডায় তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন ট্রুডো

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২১, ০১:১৩ পিএম

কানাডায় তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হচ্ছেন ট্রুডো

লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো আবারও কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন বলে আভাস দিয়েছে দেশটির সংবাদমাধ্যম। দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টি ১৫৬ টিতে ও এরিন ও’টুলের কনজারভেটিভ পার্টি ১২২টি আসনে জয় লাভ করেছেন।

উল্লেখ্য, কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভের আসনসংখ্যা ৩৩৮। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৭০টি আসনে জয়লাভ করতে হয়। জাস্টিন ট্রুডোর দলকে সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ১৪টি আসনের প্রয়োজন।

নির্বাচনে জয়লাভের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাস্টিন ট্রুডো কানাডার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি তাঁর প্রতিপক্ষ দলের উদ্দেশ্যে বলেন, গুরুত্বপূর্ণ মুহূর্তের অংশীদার হওয়ার জন্য ধন্যবাদ। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, নির্বাচনে জয়ী লিবারেল পার্টির নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি নিজেদের পরাজয় মেনে নিয়েছে। 

করোনাভাইরাসের সংক্রমণের প্রবল ধাক্কায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং মহামারি মোকাবিলায় পরিকল্পনা বাস্তবায়নে নির্ধারিত সময়ের দুই বছর আগে নির্বাচন দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আন্তর্জাতিক বিশ্লেষকরা ট্রুডোর এই  সিদ্ধান্তকে কঠিন চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছিলেন। তারা বরেছিলেন, আগাম নির্বাচন দিয়ে জাস্টিন ভুল করেছেন। ওই নির্বাচনে তিনি জয়ী নাও হতে পারেন।  তবে ট্রুডো ম্যাজিকে তাদের সিদ্ধান্ত ভুল ছিল বলে প্রমাণিত হয়েছে। নির্বাচনে সহজ জয় পেয়ে লিবারেল পার্টির নেতা আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন।

 

Link copied!