কানাডায় বেড়েছে মাঙ্কিপক্সের চোখ রাঙানি, শনাক্ত ৬০৪

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২১, ২০২২, ০৩:৪৩ পিএম

কানাডায় বেড়েছে মাঙ্কিপক্সের চোখ রাঙানি, শনাক্ত ৬০৪

উত্তর আমেরিকার কানাডায় মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। দেশটিতে এ পর্যন্ত ৬০৪ জন এই প্রাদুর্ভাবে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পাবলিক হেলথ এজেন্সি (পিএইচএসি)।

পিএইচএসি’র বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়,  কানাডায় এখন পর্যন্ত ৬০৪ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এরমধ্যে কুইবেক প্রদেশে ৩২০ জন, অন্টারিওতে ২৩০ জন, ব্রিটিশ কলাম্বিয়ায় ৪০ জন, আলবার্টায় ১২ জন ও সাসকাচুয়ানে দুই জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে।

দেশে ক্রমাগত মাঙ্কিপক্স শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় কানাডার ফেডারেল সরকার বলেছে, মাঙ্কিপক্স শনাক্তে কমিউনিটিভিত্তিক সংস্থাগুলোকে অর্থ সহায়তা দেওয়া হবে। মাঙ্কিপক্সের পেছনে দায়ী ভাইরাস নিয়ে ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষা ও জিনোম সিকোন্স নিয়ে কানাডার ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি কাজ করছে বলেও সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দেওয়া সংজ্ঞা অনুযায়ী, মাঙ্কিপক্স হলো এমন একটি ভাইরাস, যা মানবদেহে সংক্রামিত হয়েছে চতুষ্পদী প্রাণী থেকে। শুরুতে এটি কেন্দ্রীয় ও পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়ে।

Link copied!