কাবুল থেকে ইউক্রেনের বিমান ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৪, ২০২১, ০৯:১৭ পিএম

কাবুল থেকে ইউক্রেনের বিমান ছিনতাই

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে একটি বিমান ছিনতাই হয়েছে। শরণার্থীদের উদ্ধার অভিযানে যাওয়া ইউক্রেনের একটি বিমান ছিনতাইয়ের শিকার হয়।

ইরানের বার্তা সংস্থা মাহের নিউজ এজেন্সী এবং রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন মঙ্গলবার (২৪ আগস্ট) বিষয়টি  স্বীকার করেছেন। তাস জানায়, আফগানিস্তানে ইউক্রেনেরি একটি বিমান দেশটির নাগরিকদের উদ্ধার করতে গেলে অজ্ঞাতপরিচয় দূর্বৃত্তরা সেটি ছিনতাই করে ইরানে নিয়ে যায়।

ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী য়েভগেনি ইয়েনিন বলেন, রবিবার (২২ আগস্ট) অজ্ঞাতপরিচয়  সশস্ত্র কিছু লোক বিমানটি ছিনতাই করেছে। এরপর তারা ইউক্রেনের যাত্রীদের বাদ দিয়ে অন্য যাত্রীদের নিয়ে ইরান পৌঁছে।' 

তিনি আরো বলেন, 'আমরা তিনবার উদ্ধার প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছি। আমাদের লোকজন এখন বিমানবন্দরেই প্রবেশ করতেই পারছে না। ইয়েনিন আরো জানান, কূটনৈতিক পদক্ষেপের আওতায় বিষয়গুলো নিয়ে পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা কাজ করছেন।

এ বছরের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। সে ঘোষণার পরপরই দেশটির প্রাদেশিক সব শহর দখল নিতে শুরু করে তালেবান। এর পর গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্যমে দেশটির ক্ষমতা দখল করে তালেবান। এর আগে ১৪ আগস্ট থেকে বিদেশী নাগরিকদের সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরে ৬ হাজার সেনা মোতায়েন করে।

এদিকে রোববার (২২ আগস্ট) আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশ ছাড়তে বেপরোয়া লোকজনের হুড়োহুড়িতে কাবুল বিমানবন্দরের কাছে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: এনডিটিভি

Link copied!