কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৮, ২০২১, ০৯:৩৪ পিএম

কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ শুরু

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানের কাবুল থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে এখনই কাবুলের মার্কিন দূতাবাস বন্ধ করা হবে না।

আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রস উইলসন জানিয়েছেন, ‘সহিংসতা বাড়ছে। ঝুঁকিও বেড়ে গেছে। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে দূতাবাস কোনো পরিষেবা কম করছে না। আফগানিস্তানকে সব ধরনের সাহায্য করা হবে।’

দুই দিন আগেই জেনারেল অস্টিন মিলার জানিয়েছিলেন, ‘যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে ক্লোসিং অপরেশন শুরু করেছে। এবার আফগান সেনাকেই দায়িত্ব নিতে হবে।’

জেনারেল অস্টিন মিলার। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগেই ঘোষণা করেছিলেন, আফগানিস্তান থেকে আগামী ১১ সেপ্টেম্বর, ৯/১১-র ২০তম বার্ষিকীতে মার্কিন সেনা দেশে ফিরবে।

প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে তালেবানের সঙ্গে যে চুক্তি হয়েছিল, তাতে ১ মে-র আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার কথা। তবে মিলার জানিয়েছেন, সেই প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে দূতাবাস থেকে কর্মী দেশে ফেরানোও। তবে মার্কিন জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, ‘আফগানিস্তানে ছোট আকারে দূতাবাস থাকবে। সেখানে সামান্য কয়েকজন সেনা থাকবেন। দূতাবাসের সুরক্ষার জন্য।’

তালেবানের সঙ্গে আফগানিস্তান সরকারের দীর্ঘ আলোচনা হলেও কোনো চুক্তি হয়নি। আপাতত আলোচনা বন্ধ। আগামী মাসে তা আবার শুরু হবে। তাই আশঙ্কা করা হচ্ছে, মার্কিন ও ন্যাটো সেনা চলে গেলে আফগানিস্তানে আবার গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে।

আফগানিস্তানে নিযুক্ত মার্কিন দূত জানিয়েছেন, মানবাধিকতার ভঙ্গ হলে আফগানিস্তানে মার্কিন সাহায্য বন্ধ করে দেয়া হবে। তিনি জানিয়ে দিয়েছেন, তালেবান যদি জোর করে সরকার দখল করে, তা হলে তাদেরও তার ফল পেতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে তারা চাপের মুখে পড়বে। নিষেধাজ্ঞা জারি হবে।

সূত্র: ডয়েচে ভেলে।

 

Link copied!