আবারো হামলা হলো কাবুল বিমানবন্দরে। সোমবার (৩০ আগস্ট) সকালে কাবুল বিমনাবন্দরে ৫ টি রকেট হামলা হয়। তবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো নিজেদের সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার নির্ধারিত সময়ের মাত্র ১দিন আগে এই হামলা হলো। আগামী ৩১ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন এবং তার মিত্রদের সব সেনা ও বেসামরিক নাগরিক সরিয়ে নেওয়ার নির্ধারিত শেষ দিন। এর আগে আফগানিস্তানে ইসলামিক স্টেটের হামলার দায় স্বীকারের পর এবং তৃতীয় দফা এই হামলার পর নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের সরিয়ে নেওয়া যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য আরো বেশি বিপজ্জনক হয়ে উঠলো।
আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলাকারিরা একটি গাড়ি ব্যবহার করে রকেট হামলা করেছিল। এসময় কাবুলের বিভিন্ন স্থানে হামলা করে তারা।
ইতোমধ্যে আফগানিস্তান থেকে ১ লাখ ১৪ হাজার মানুষকে সরিয়ে নিয়ে গেছে মার্কিন ও তার মিত্র দেশগুলো। এর আগে ১৫ আগস্ট তালেবান দেশটির ক্ষমতা দখল করে। তারা সাধারণ ক্ষমা ঘোষণা করলেও অনেক আফগান দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেন।
সূত্র: রয়টার্স