কাবুলে আইএসের হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২২, ২০২১, ১১:১৯ এএম

কাবুলে আইএসের হামলার আশঙ্কা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ফের মাথা চাড়া দিয়ে উঠছে ভয়ংকর জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আফগান শাখা ইসলামিক স্টেটের যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এমতবস্থায় দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের বিমানবন্দর এড়িয়ে চলার জন্য সতর্ক করেছে বাইডেন প্রশাসন। রবিবার (২২ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র রিপোর্টে এসব তথ্য জানা গেছে।

মার্কিন নাগরিকদের ‘কাবুল বিমানবন্দরের সামনের ফটক এলাকা’ এড়িয়ে চলার পরামর্শ দিয়ে শনিবার জরুরি নিরাপত্তা সতর্কবার্তা জারি করে যুক্তরাষ্ট্র সরকার।

বিবিসি’র রিপোর্টে বলা হয়, মার্কিন প্রতিনিধি যাদের ব্যক্তিগতভাবে আসতে বলবেন তারাই যেন যাত্রার জন্য আসেন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, লোকজনকে বিমানবন্দরে আনার জন্য ভিন্ন রুট খুঁজে বের করার চেষ্টা করছেন তাঁরা।

তবে আইএসের হামলার আশঙ্কার বিষয়ে এর চেয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। আইএসের পক্ষ থেকেও প্রকাশ্যে হামলার হুমকি দেওয়া হয়নি।

কাবুল বিমানবন্দরের বাইরে দেশত্যাগে ইচ্ছুক আফগানদের ক্রমবর্ধমান ভিড় ও বিশৃঙ্খলার মধ্যেই শনিবার যুক্তরাষ্ট্র এই জরুরি সতর্কবার্তার কথা জানাল।

কাবুল বিমানবন্দরের টার্মিনালের বাইরে এখনো চরম বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। গত রবিবার (১৫ আগস্ট) তালেবানের হাতে কাবুল পতনের পর দেশটির হাজারো মানুষ আফগানিস্তান ছাড়তে মরিয়া হয়ে চেষ্টা করছে।বিশেষ করে টানা দুই দশকের যুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনীর সহযোগী হিসেবে নানাভাবে যাঁরা কাজ করেছেন, তাঁরা নিরাপত্তার কথা ভেবে দেশ ছাড়তে চাইছেন।

এদিকে, কাবুল বিমানবন্দরের প্রবেশমুখসহ আশপাশের এলাকায় সশস্ত্র পাহারা বসিয়েছে তালেবান। ভ্রমণের বৈধ নথি না থাকা আফগানদের তারা ফিরিয়ে দিচ্ছে। অন্যদিকে, কাবুল বিমানবন্দরের ভেতরে নিরাপত্তা দিচ্ছে মার্কিন বাহিনী।

 

Link copied!