কাবুলে বারাদার-সিআইএ প্রধানের বৈঠক

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২১, ০৩:২২ পিএম

কাবুলে বারাদার-সিআইএ প্রধানের বৈঠক

আফগানিস্তোনের রাজধানী কাবুলে তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আবদুল গনি বারাদারের সঙ্গে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান উইলিয়াম বার্নস সাক্ষাৎ করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ আগস্ট) মার্কিন গণমাধ্যম দৈনিক ওয়াশিংটন পোস্ট ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানান।কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার খবরে এ তথ্য জানা গেছে।

আলজাজিরার খবরে বলা হয়, সোমবার কাবুলে তালেবান নেতা বারাদারের সঙ্গে গোপনে সিআইএ প্রধান এক বৈঠকে মিলিত হন। তবে ওই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

কাবুল বিমানবন্দরে মার্কিন ও অন্য দেশের নাগরিকদের আফগানিস্তান থেকে বের করে নিয়ে যাওয়ার চলমান প্রক্রিয়ার মধ্যে তালেবান নেতার সঙ্গে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বলে আলজাজিরার খবরে বলা হয়।

কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে সই হওয়া চুক্তি অনুযায়ি আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নিচ্ছে বাইডেন সরকার। মঙ্গলবার (২৪ আগস্ট) আবারও মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা আর বাড়ানো হবে না।

বাইডেনের এই সিদ্ধান্ত আসার আগে তালেবানের একজন মুখপাত্র জোর দিয়ে বলেছেন, তারা সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানোর প্রস্তাব মানবে না। ১০ দিন আগে উদ্ধার অভিযান শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত বড় ধরনের কোনও সমস্যা তৈরি করেনি তালেবান।

উল্লেখ্য, ২০০১ সালে যুত্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হামলার মুখে আফগানিস্তানে তালেবান সরকারের পতন ঘটে। তারপর দেশটিতে অবস্থান করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সামরিক বাহিনীর সদস্যরা। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহারের  ঘোষণা দেওয়ার পরই তালেবান সশস্র যুদ্ধ শুরু করে। তাদের হামলায় টিকতে না পেরে আফগান সরকারের একের পর এক প্রদেশ হাতছাড়া হয়ে যায়। সবশেষ গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

Link copied!