কাশ্মীরে পশু কুরবানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৭, ২০২১, ১০:৪১ পিএম

কাশ্মীরে পশু কুরবানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানিতে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের স্থানীয় সরকারের জেষ্ঠ্য কর্মকর্তা জি.এল.শর্মা।

এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগের দিনই (বৃহস্পতিবার) সরকারি নীতি নির্ধারকরা আইন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছিলেন, আইন প্রয়োগ করে যেন গরু, বাছুর, উট এবং অন্যান্য প্রাণীদের কোরবানি বন্ধ করা হয়। একদিন পরই সিদ্ধান্ত বদল করলো তারা।

এ বিষয়ে জি.এল.শর্মা বলেন, পূর্বে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পাশাপাশি সরকার মুসলিমদের উৎসবে পশুর যথাযথ পরিবহন এবং নিষ্ঠুরতা প্রতিরোধে সচেষ্ট।

স্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য কাশ্মির ওয়ালা’র মতে, স্থানীয় সরকারের জেষ্ঠ্য এই কর্মকর্তা আরও বলেন, ‘প্রাণী কল্যাণ বোর্ডের আইন প্রয়োগের জন্য প্রয়োগকারী সংস্থাগুলোকে চিঠি পাঠানো হয়েছিল। কারণ, সাম্প্রতিক সময়ে প্রাণীদের ওপর নিষ্ঠুরতা রোধে ব্যাপক গণহত্যা চালানো অভিযোগ উঠেছিল। তাই চিঠি পাঠানো। তবে তা কোনোভাবেই কোরবানি নিষিদ্ধের জন্য নয়।’

ভারতের অনেক রাজ্যে গরু জবাইয়ের উপরে নিষেধাজ্ঞা রয়েছে এবং এ জন্য শাস্তির বিধান রয়েছে। জম্মু-কাশ্মীরে গরু জবাই নিষিদ্ধ। ঈদুল আযহা উপলক্ষে মুসলিমদের মধ্যে ছাগল বা নির্দিষ্ট অন্য কোনও চতুষ্পদ প্রাণীর কুরবানি দেওয়ার বিধান রয়েছে। কুরবানি করা পশুর মাংস পরিবারের পাশাপাশি আত্মীয়স্বজন ও গরীবদের মধ্যে বিতরণ করা হয়।

সূত্র : এএফপি।

Link copied!