নিউইয়র্ক পেতে যাচ্ছে প্রথম নারী গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১১, ২০২১, ০৮:৫১ পিএম

নিউইয়র্ক পেতে যাচ্ছে প্রথম নারী গভর্নর

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো পদত্যাগ করেছেন। মেয়র কুমোর বিরুদ্ধে ১১ জন নারীকে যৌন হয়রানি করার বিষয়টি তদন্ত প্রতিবেদনে উঠে আসার পরই অনেকটা চাপের মুখে স্থানীয় সময় মঙ্গলবার (১০ আগস্ট) তিনি পদত্যাগ করেন।

পদত্যাগ করার বিষয়ে কুমো বলেন,‘সরকারকে শাসনকাজে ফিরিয়ে দেওয়া এবং এই কাজে আমার সহায়তা করার সবচেয়ে ভাল পথ হচ্ছে ক্ষমতা থেকে আমার সরে দাঁড়ানো।’

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লাটিশিয়া জেমস গত ৩ অগাস্ট কুমোর বিরুদ্ধে তার পাঁচ মাসের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। এরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যরা কুমোর পদত্যাগের দাবি তুললে চাপে পড়েন তিনি।

বিবিসি’র খবরে বলা হয়, অ্যান্ড্রু কুমো বর্তমান ও সাবেক সরকারি কর্মীসহ ১১ জন নারীকে জড়িয়ে ধরা, চুমু দেওয়া, অশালীন মন্তব্যসব বিভিন্ন অনৈতিক বিষয় লাটিশিয়া জেমসের তদন্ত প্রতিবেদনে উঠে আসে।কুমোর এসব আচরণ অঙ্গরাজ্য ও ফেডারেল আইন লঙ্ঘিত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

এমন পরিস্থিতির মধ্যেই কুমো পদত্যাগ করলেন। অবশ্য পদত্যাগ করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে অভিশংসন করা হত। নিউইয়র্কের ডেমোক্র্যাটরা সে পরিকল্পনাও করে রেখেছিলেন।

নিউইয়র্কের প্রথম নারী গভর্নর হতে চলেছেন ক্যাথি হকুল(৬২)। ছবি: সংগৃহীত

আগামী ১৪ দিনের মধ্যেই কুমোর পদত্যাগ কার্যকর হবে। আর গভর্নর কুমোর অবশিষ্ঠ মেয়াদকালের জন্য দায়িত্ব নেবেন অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি।

মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির সাবেক সদস্য ক্যাথি। ২০১৪ সালে ক্যাথিকে লেফটেন্যান্ট গভর্নর হিসেবে রানিং মেট করে গভর্নর নির্বাচনে জয় লাভ করেন কুমো। কুমো-ক্যাথি জুটি ২০১৮ সালের নির্বাচনেও জয়ী হন। সে হিসাবে ২০১৫ সাল থেকে অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ক্যাথি। তারকা রাজনীতিবিদ কুমোর দাপটে লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি এত দিন পাদপ্রদীপের আড়ালেই ছিলেন। এবার লাইম লাইটে আসার সুযোগ সৃষ্টি হলো।

Link copied!