অক্টোবর ৪, ২০২১, ০৪:১৪ পিএম
ভারতের উত্তর প্রদেশে কৃষক আন্দোলনে পুলিশের গুলিতে চার কৃষক নিহতের ঘটনায় তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যাওয়ার পথে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে প্রাদেশিক পুলিশ।
রবিবার (৩ অক্টোবর) রাজ্যের লখিমপুর খিরিতে চার কৃষককে ‘হত্যা’র প্রতিবাদে এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছানোর আগেই তাকে আটক করা হয়।
ভারতীয় গণমাধ্যম টাইমস অিব ইন্ডিয়ার খবরে বলা হয়, লখিমপুর খিরি জেলা সদর থেকে ৭০ কিলোমিটার দূরবর্তী জায়গাটিতে সম্প্রতি আট কৃষকসহ আটজন নিহত হয়। ওই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলের বিরুদ্ধে মামলাও হয়েছে। রবিবার (৩ অক্টোবর) রাতে উত্তর প্রদেশের তিকোনিয়ার উদ্দেশে রওয়ান দেন প্রিয়াঙ্কাসহ কংগ্রেসের নেতারা। পথে বেশ কয়েকবার পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। এক সময় তাদের গাড়িবহর আটকে দিলে পায়ে হেঁটেই গন্তব্যস্থানের দিকে যাত্রা শুরু করেন। এসময় তাকে আটক করা হয়। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত সীতাপুরের একটি গেস্ট হাউজে প্রিয়াঙ্কা গান্ধীকে আটকে রাখা হয়েছে।
এসময় সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবক, রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) প্রধান জয়ন্ত চৌধুরীকেও আটক করা হয়েছে। এই দু’জন নেতা ছাড়াও আরও কয়েকজনের গ্রেপ্তারের খবর পাওয়া গেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে।
এদিকে প্রিয়াঙ্কা গান্ধী আটক হওয়ার পর কংগ্রেস পার্টি এক টুইট বার্তায় বলেছে, সীতাপুর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয়াঙ্কাকে। সেখানে মানুষজনকে জড়ো হতে আহ্বান জানায় কংগ্রেস।
কংগ্রেসের এই নেত্রীর গাড়ি সীতাপুরে আটকে দেয়ার পর তাকে উত্তেজিত কণ্ঠে বলতে শোনা যায়, আপনারা যাদের হত্যা করেছেন তাদের চেয়ে আমি গুরুত্বপূর্ণ নই। আপনারা সরকারকে রক্ষা করছেন। আপনি আমাকে একটি আইনি পরোয়ানা বা আইনি দলিল দেখান, না হলে আমি এখান থেকে সরে যাব না এবং আপনি আমাকে স্পর্শ করবেন না।
এ সময় তিনি পুলিশ সদস্যদের এক পাশে সরে যেতে অনুরোধ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘ওয়ারেন্ট বা আইনি কোনও আদেশ দেখান না হলে আমি এখান থেকে সরবো না। আর আপনারা যদি আমাকে ওই গাড়িতে ঢোকান তাহলে আমি আপনাদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করবো। আর এই অভিযোগ পুলিশের বিরুদ্ধে নয়, বরং সেটি হবে আপনার বিরুদ্ধে।
আটকের পর যেখানে রাখা হয়েছিল সেই ঘর নিজেই পরিষ্কার করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত
উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর সফরের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকার কৃষকরা। অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি দুই কৃষককে পিষে দেয়। সেই গাড়িতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে। ওই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। উত্তরপ্রদেশের লখিমপুর খিরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং জানিয়েছেন, ওই সংঘর্ষে ৪ কৃষকসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে।