কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির মেয়াদ ২ মাস বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৪, ২০২৩, ০৩:৫২ পিএম

কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির মেয়াদ ২ মাস বৃদ্ধি

কৃষ্ণসাগর করিডোর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ আর দুই মাস বেড়েছে। জাতিসংঘ ও তুরস্কের সহযোগিতায় এই চুক্তির মেয়াদ বাড়ায় রাশিয়া।

ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ চার মাসের প্রস্তাব করা হলেও পুতিন প্রশাসন দুই মাস সময় বৃদ্ধি করে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইউক্রেনের উপ প্রধানমন্ত্রী অলেক্সেন্ডার কুবরাকোভ সোমবার এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে তৃতীয় দফা সময় বাড়ালো রাশিয়া। আসছে ১৮ মার্চ দ্বিতীয় দফার মেয়াদ শেষ হচ্ছে।

ইউক্রেন তার ৯০% শস্য রপ্তানি করে কৃষ্ণসাগর রুটে। এর বাইরে সমুদ্র পথে ইউক্রেনের বিকল্প আর কোন পথ নেই।গত বছরের ২৪শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরপরই রাশিয়া কৃষ্ণসাগরে নৌ অবরোধ দিলে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। এতে বড় ধরণের সংকটে পড়ে বাংলাদেশেসহ তৃতীয় বিশ্বের দেশগুলো। মিশর ও ইন্দোনেশিয়ার পরে বাংলাদেশ ইউক্রেন থেকে গম আমদানির তৃতীয় বড় ক্রেতা।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের উদ্যোগে আর তুরস্কের মধ্যস্থতায় বিশ্বের খাদ্য সংকট দূর করতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ চুক্তি হয়। এর পর গত বছরের নভেম্বরে এ চুক্তির মেয়াদ আরও ১২০ দিনের জন্য বাড়ানো হয়। এবার আরও ৬০ দিন বাড়ল এ চুক্তির মেয়াদ।

Link copied!