জানুয়ারি ৪, ২০২২, ০২:২৭ পিএম
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ভয়াবহভাবে বাড়ছে। ইউএসএ টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, কেবল সোমবারই ১০ লাখের বেশি মানুষের সংক্রমিত হওয়ার তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
আর ব্লুমবার্গ লিখেছে, দুই বছর আগে বিশ্বে করোনাভাইরাস মহামারী শুরুর পর কোনো দেশে আর কখনও এক দিনে এর অর্ধেক রোগীও শনাক্ত হয়নি।
সোমবার শনাক্ত রোগীর এই সংখ্যা এর আগের রেকর্ডের প্রায় দ্বিগুণ। চার দিন আগে ৫ লাখ ৯০ হাজার রোগী শনাক্তের সেই রেকর্ড যুক্তরাষ্ট্রেই হয়েছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এর আগে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের সময় এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ যে পর্যায়ে পৌঁছেছিল, সেটাও এর অর্ধেকের কম।