ক্ষমতা ছাড়লেন ইয়েমেনের প্রেসিডেন্ট মানসুর হাদি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২২, ০৮:০৫ পিএম

ক্ষমতা ছাড়লেন ইয়েমেনের প্রেসিডেন্ট মানসুর হাদি

ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি পদত্যাগ করে তার ক্ষমতা প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের হাতে হস্তান্তর করেছেন। একই সঙ্গে তিনি ডেপুটি প্রেসিডেন্ট আলী মোহসেন আল আহমারকে বরখাস্ত করেছেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে মানসুর হাদি প্রেসিডেন্টের পূর্ণ ক্ষমতা প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে হস্তান্তরের কথা ঘোষণা করেন।

ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান হয়েছেন রাশাদ মুহাম্মাদ আল আলিমি। এছাড়া এই কাউন্সিলে ৭ জন সদস্য রয়েছেন। সৌদি আরবের চাপেই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। 

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত শান্তি আলোচনার শেষ দিনে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে হাদি বলেন, আমি আমার পূর্ণ ক্ষমতা অপরিবর্তনীয়ভাবে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে অর্পণ করছি। 

এ ঘোষণার পর সৌদি আরব জানায়, তারা যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতিকে সহায়তার জন্য তিন বিলিয়ন মার্কিন ডলার ব্যবস্থা করছে। এর মধ্যে ২ বিলিয়ন দেবে সৌদি আরব। বাকি ১ বিলিয়ন ডলার দেবে সংযুক্ত আরব আমিরাত।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে খবরে বলা হয়, রিয়াদ ইয়েমেন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছে। যদিও ইয়েমেন নিয়ে আলোচনায় সৌদি আরবে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেয়নি হুতিরা।

প্রসঙ্গত, মানসুর হাদি ১৯৯৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ'র ডেপুটি তথা ইয়েমেনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ২০১২ সালে প্রতিদ্বন্দ্বীবিহীন  প্রতীকী এক নির্বাচনে ইয়েমেনের প্রেসিডেন্ট হন। কথা ছিল তিনি অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দুই বছর ক্ষমতায় থাকবেন। কিন্তু তিনি অবৈধভাবে তার ক্ষমতার মেয়াদ আরও এক বছর বাড়ান এবং ক্ষমতার মেয়াদ শেষ হয়ে গেলে পদত্যাগের ঘোষণা দেন।

এরপর ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে সৌদি সরকারের মতবিরোধ দেখা দেয়ার প্রেক্ষাপটে মানসুর হাদি সৌদি আরবে পালিয়ে যান এবং ইয়েমেনের ক্ষমতায় ফিরে আসতে সৌদি সরকারের সাহায্য চান। সেখান থেকেই কথিত সরকার পরিচালনা করছিলেন তিনি। তবে এই সরকারকে স্বীকৃতি দেয় না ইয়েমেনের সবচেয়ে প্রভাবশালী সংগঠন আনসারুল্লাহ ও ন্যাশনাল সালভেশন সরকার।

Link copied!