খাদ্যশস্যভরা রুশ কার্গো জাহাজ আটক করেছে তুরস্ক

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৪, ২০২২, ০৮:২১ এএম

খাদ্যশস্যভরা রুশ কার্গো জাহাজ আটক করেছে তুরস্ক

ইউক্রেন থেকে খাদ্যশস্য বহন করে নিয়ে আসা একটি রুশ কার্গো জাহাজ আটক করেছে তুরস্কের কাস্টমস কর্তৃপক্ষ। স্থানীয় সময় রবিবার তুরস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসিল এ তথ্য জানিয়েছেন। 

ভাসিল বলেন, রাশিয়ার ওই জাহাজটির নাম ‘ঝিবেক ঝোলি’। সেটি ইউক্রেনের বেরদিয়ানস্ক বন্দর ছেড়ে এসেছিল। কৃষ্ণসাগরে তুরস্কের কারাসু বন্দরে পৌঁছালে জাহাজটি আটক করা হয়। এই মুহূর্তে জাহাজটি কারাসু বন্দরের বাইরে সমুদ্র উপকূল থেকে ১ কিলোমিটার দূরে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা রয়টার্সের প্রতিবেদকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত জাহাজটিকে সেখান থেকে সরানো হয়নি।

জাহাজে থাকা খাদ্যশস্য কোথা থেকে সংগ্রহ করা হয়েছে তা জানা যায়নি। তবে ইউক্রেনে নিজেদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলো থেকে শস্য লুটের অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। এসব অভিযোগ অবশ্য নাকচ করে এসেছে মস্কো।

Link copied!