খারকিভে আবার রাশিয়ার হামলা, নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২২, ১১:০৭ এএম

খারকিভে আবার রাশিয়ার হামলা, নিহত ৬

ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খারকিভে বুধবার রাতে রাশিয়ার হামলায় ছয়জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। এ হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

স্থানীয় গভর্নরের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলেনস্কি জানিয়েছেন, স্থানীয় সময় বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে। হামলায় একটি আবাসিক ভবনের একটি ব্লক সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘এ ধরনের হামলার কোনো যৌক্তিকতা নেই। আমরা ক্ষমা করব না। আমরা অবশ্যই প্রতিশোধ নেব।’

খারকিভের মেয়র ইগোর তেরেগোভ টেলিগ্রামে বলেন, শহরের উত্তরাংশের হামলার ফলে একটি ভবনের আগুন লাগে।

জেলেনস্কির মিডিয়া টিম একটি হামলার ভিডিও শেয়ার করেছে, যেখানে জ্বলন্ত ভবনের বাইরে জরুরি সেবা প্রতিষ্ঠানের কর্মীরা জড়ো হয়েছেন। ঐ ভিডিওতে একজন বলছিলেন, অনেক লোক এখনো নিখোঁজ রয়েছেন।

ঐ অঞ্চলের গভর্নর অলেগ সাইনেহাবব টেলিগ্রামে জানান, সালটিভকা জেলার হামলায় মৃত্যুর সংখ্যা ছয় ও আহতের সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।

Link copied!