ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর সেখানে তদন্ত চালাচ্ছে ইউক্রেনীয় প্রশাসন। তদন্তে ইতোমধ্যে ৪০০’র বেশি যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এক ভিডিও বক্তব্যে জেলেনস্কি এসব কথা বলেছেন।
ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, খেরসনে বেসামরিক নাগরিক এবং সেনাদের মৃতদেহ পাওয়া গেছে। তিনি বলেন, ‘রুশ সেনাবাহিনী আমাদের দেশের যেসব অঞ্চলে ঢুকতে পেরেছে এবং নৃশংসতা চালিয়েছে, সে একই ধরনের নৃশংসতার চিহ্ন খেরসনেও রেখে গেছে তারা। আমরা প্রত্যেক খুনিকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করব।
তবে রুশ সৈন্যদের ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের হামলার টার্গেট করার বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছে মস্কো।
অবশ্য চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের বুচা, ইজিয়ুম এবং মরিপোলসহ বিভিন্ন এলাকায় গণকবর পাওয়া গেছে। ইউক্রেন এই নৃশংসতার পেছনে রুশ সেনাদের দায়ী করেছে।
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে মস্কোর দখলে যাওয়া একমাত্র আঞ্চলিক রাজধানী মস্কো। গত সেপ্টেম্বরে ক্রেমলিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খেরসনসহ ইউক্রেনের আরও তিনটি অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্তির ঘোষণা দেন পুতিন।