গর্ভপাতের সমর্থনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ-সমাবেশ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩, ২০২১, ১১:৪৪ এএম

গর্ভপাতের সমর্থনে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ-সমাবেশ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে গর্ভপাত বিষয়ে করা নতুন এক আইনের বিরোধীতা করে ৫০টি অঙ্গরাজ্যে প্রতিবাদ সমাবেশ করেছে কয়েক হাজার মানুষ। টেক্সাসের ওই আইনে গর্ভপাতের অধিকার মারাত্মকভাবে সীমিত করা হয়েছে বলে জানান সমাবেশে অংশগ্রহণকারীরা।

টেক্সাসের নতুন আইনের মাধ্যমে গর্ভপাত সংক্রান্ত সাংবিধানিক অধিকার বাতিল হতে পারে এমন আশঙ্কা গর্ভপাতের অধিকার সমর্থনকারীদের।

আগামী কয়েক মাসের মধ্যেই মার্কিন সুপ্রিম কোর্টে এমন একটি মামলার শুনানি হতে যাচ্ছে, যার ফলে বাতিল হয়ে যেতে পারে ‘রো বনাম ওয়েড’ মামলার রায়। ১৯৭৩ সালের ওই রায়ের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে গর্ভপাত বৈধতা পেয়েছিল।

ওয়াশিংটন ডিসিতে গর্ভপাতের পক্ষে নানা ধরনের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীদের সুপ্রিম কোর্ট ভবনের উদ্দেশে মিছিল করতে দেখা গেছে। এ সময় প্রায় দুই ডজন গর্ভপাতবিরোধী বিক্ষোভকারীর উপস্থিতিও দেখা যায়।

গর্ভপাতের অধিকারের সমর্থনে ‘উইমেন’স মার্চ’ সমাবেশের আয়োজন করে। এর আগে ২০১৭ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে যোগদানের একদিন পর ‘উইমেন’স মার্চ’-এর বার্ষিক আয়োজনে লাখো মানুষ অংশ নিয়েছিল।

Link copied!