গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২১, ০১:০৪ পিএম

গাজায় ফের ইসরায়েলি বিমান হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রবিবার ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগের দিন শনিবার গাজা থেকে আসা রকেট হামলার জবাবে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এর আগে গত সোমবার ইসরায়েলের একটি কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে ছয়জন বন্দি পালানোর পর থেকেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার উত্তেজনা আবার বেড়েছে। পরে ওই চারজন বন্দিকে আটক করতে পেরেছে ইসরায়েল।

রয়টার্স জানায়, শুক্রবার প্রথম দুজন বন্দিকে আটক করা হয়। পরদিন শনিবার আরও দুজনকে আটক করা হয়। এই দুদিনে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা রবিবার গাজায় শুধু হামাসের স্থাপনায় হামলা চালিয়েছে।

তবে এ হামলায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, টানা ১১ দিনের হামলা পাল্টা-হামলা শেষে গত মে মাসে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। ওই ১১ দিনে আড়াইশ’র বেশি ফিলিস্তিনি ও ইসরায়েলে অন্তত ১৩ জন নিহত হয়।

Link copied!