ফোর্বস ম্যাগাজিনে তালিকানুযায়ী, এখন বিশ্বের ২৫তম ধনী ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি। বৃহস্পতিবার পর্যন্ত হিসাব করে ফোর্বস জানিয়েছে, আদানির সম্পদের মূল্য বেড়েছে ১৩৩ মিলিয়ন বা ১৩ কোটি ৩০ লাখ ডলার। ফলে এখন তাঁর সম্পদমূল্য ৪৬ দশমিক ৭ বিলিয়ন বা ৪ হাজার ৬৭০ কোটি ডলার।
এর আগে হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে গৌতম আদানির নামে জালিয়াতির অভিযোগ উঠলে তাঁর কোম্পানির শেয়ার দরের ঝড়োগতিতে পতন হয়। ওই প্রতিবেদনে দাবি করা হয়, জালিয়াতির মাধ্যমে মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারদর বৃদ্ধি করেছেন গৌতম আদানি।
ওই প্রতিবেদনের কারণে গৌতম আদানি গোষ্ঠীর বাজার মূলধন ১৫৩ বিলিয়ন বা ১৫ হাজার ৩০০ কোটি ডলার কমে গেছে বলে ইকোনমিক টাইমস–এর এক প্রতিবেদনে জানা যায়।
হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে অভিযোগ করা হয়, মরিশাসে ভুয়া কোম্পানি সংস্থার মাধ্যমে আদানি গোষ্ঠীতে বিনিয়োগ করেছেন গৌতম আদানির ভাই বিনোদ আদানি। আড়ালে থেকে বিনোদ বিদেশে আদানি গোষ্ঠীর যাবতীয় লেনদেন সামলাতেন বলে অভিযোগ ওঠে। দাবি করা হয় তাঁর কোম্পানির হাত ধরেই ভুয়া লেনদেনের মাধ্যমে আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানির আয় বেড়েছে।
হিনডেনবার্গের অভিযোগ, বিনোদ আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ারে বিনিয়োগের বদলে রাশিয়ার বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২৪ কোটি ডলারের বেশি ঋণ নিয়েছেন।