চাপের মুখে পদত্যাগ করতে যাচ্ছেন মাহিন্দা রাজাপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

মে ৮, ২০২২, ০৮:৩২ এএম

চাপের মুখে পদত্যাগ করতে যাচ্ছেন মাহিন্দা রাজাপক্ষে

চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করতে অবশেষে রাজি হয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে জানা গেছে।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম কলম্বো পেজ’র প্রতিবেদনে বলা হয়,শনিবার প্রেসিডেন্ট ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে প্রধানমন্ত্রীর পদ থেকে মাহিন্দা রাজাপক্ষকে সরে যেতে অনুরোধ করেন। তাঁর অনুরোধে ইতিবাচক সাড়া দেন মাহিন্দা রাজাপক্ষে। তাঁর পদত্যাগের ফলে মন্ত্রিসভাও ভেঙে যাবে।

কয়েকটি রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে  প্রতিবেদনে আরও বলা হয়, প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে আগামী সোমবার একটি বিশেষ বিবৃতিতে তাঁর পদত্যাগের ঘোষণা দেবেন। তাঁর ওই ঘোষণার পরের সপ্তাহে মন্ত্রিসভার রদবদল করা হবে।

দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মন্ত্রিসভার বৈঠকে বলা হয়েছিল, দেশের চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ব্যর্থতার কারণে মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগে রাজি হয়েছেন। চলমান সংকট নিরসনে একমাত্র সমাধান যদি প্রধানমন্ত্রীর পদত্যাগ করা হয়, তবে তিনি পদত্যাগে রাজি আছেন-এমনটি বলেছেন মাহিন্দা রাজাপক্ষে।

এদিকে, শ্রীলঙ্কাজুড়ে চলমান বিক্ষোভ দমাতে আবারও  জরুরি অবস্থা জারি করা হয়েছে। পাঁচ সপ্তাহের মধ্যে নিয়ে দ্বিতীয়বারে মতো দেশটিতে জরুরি অবস্থা জারি করা হলো। দেশব্যাপী ধর্মঘট ব্যাপক বিক্ষোভের মধ্যে গত শুক্রবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে জরুরি অবস্থা জারি করেন। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জন্য দায়ী করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশটিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ চলছে। খবর এএফপির

প্রেসিডেন্টের এক মুখপাত্র বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি নিশ্চিত করতে প্রেসিডেন্ট কঠোর আইন প্রয়োগ করেছেন। শুক্রবার মধ্যরাত থেকে জরুরি অবস্থা কার্যকর হয়েছে।

Link copied!