চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, যে বার্তা দিলেন অ্যান্টনি ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৬, ২০২৩, ০৩:৪৭ পিএম

চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, যে বার্তা দিলেন অ্যান্টনি ব্লিঙ্কেন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সংগৃহীত ফাইল ছবি

চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবারও দায়িত্বে ফিরলেন চীনের কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিষয়ক প্রধান ওয়াং ই। তিনি কিন গ্যাংয়ের স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি ২০১৩ সাল  থেকে ২০২২ সাল পর্যন্ত চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলিয়েছেন।

গতকাল মঙ্গলবার চীনের শীর্ষ আইনপ্রণেতাদের ভোটাভুটিতে দেশটির শীর্ষ কূটনীতিক ওয়াং ই-কে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে প্রেসিডেন্ট শি জিন পিংয়ের স্বাক্ষরিত এক আদেশে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে সরিয়ে দেওয়া হয়।

গত ডিসেম্বরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছিলেন কিন গ্যাং। নিয়োগের সাত মাস পরই তাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হলো। সদ্য বিদায়ী চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং মাসখানেক ধরে লোকচক্ষুর আড়ালে ছিলেন।

চলতি বছরে সবশেষ গত ২৫ জুন রুশ পররাষ্ট্র উপমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কোর সঙ্গে তাকে সাক্ষাৎ করতে দেখা গিয়েছিল। এর পর থেকে কোথাও তাকে আর তেমন দেখা যায়নি

গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, স্বাস্থ্যগত কারণে ইন্দোনেশিয়ায় একটি কূটনৈতিক বৈঠকে যেতে পারছেন না  পররাষ্ট্রমন্ত্রী। তার পরিবর্তে ওয়াং ই ওই বৈঠকে অংশগ্রহণ করবেন।

এদিকে.চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ‘ভালোভাবে’ কাজ করার প্রত্যাশার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে সরিয়ে ওয়াং ই’কে চীনের পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেওয়ার  প্রতিক্রিয়ায় স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, “গত এক দশকের বেশি সময় ধরে আমি ওয়াং ই-কে চিনি। তার সাথে আমার বেশ কয়েকবার সাক্ষাত হয়েছে। আমি আশা করি, অতীতে যেভাবে করেছিলাম, তেমনি এখনো তার সঙ্গে ভালোভাবে কাজ করতে পারব।”

‘পররাষ্ট্রমন্ত্রী বদলে ফেলাকে চীনের অভ্যন্তরীণ বিষয়’ মন্তব্য করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,  “দ্বিপক্ষীয় সম্পর্ক দায়িত্বশীলভাবে এগিয়ে নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই পররাষ্ট্রমন্ত্রী পদে যিনিই থাকুক না কেন, তার সঙ্গে আমরা কাজ করব।”

চীনের সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রীর বিষয়ে ব্লিঙ্কেন আরও বলেন, “কিন গ্যাং ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত ছিলেন। তখন থেকেই তার সঙ্গে পরিচয় রয়েছে। আমি 

Link copied!