জাতিসংঘ মহাসচিবের ওপর চটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৪, ২০২২, ০৮:১১ পিএম

জাতিসংঘ মহাসচিবের ওপর চটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে আগামি বৃহস্পতিবার কিয়েভ সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তবে এই সফরের আগে তিনি রাশিয়া সফর করবেন।আর এতেই জাতিসংঘ মহাসচিবের ওপর চটেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনিয় নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটি ভুল যে, প্রথমে রাশিয়া সফর এরপর ইউক্রেন। রাজধানী কিয়েভে সাংবাদিকদের সামনে তিনি আরও বলেন, এ আদেশের মধ্যে কোনো ন্যায়বিচার এবং কোনো যুক্তি নেই।”

জেলেনস্কি আরও বলেন, “যুদ্ধ চলছে ইউক্রেনে, মস্কোর রাস্তায় কোনো মরদেহ নেই।” প্রথমে ইউক্রেনে যাওয়া যৌক্তিক বলে মনে করেন তিনি।

ইউক্রেন-রাশিয়া সফরের আগে গুতেরেস ২৫ এপ্রিল আঙ্কারা সফর করবেন। জাতিসংঘের এক  বিবৃতিতে জানানো হয়, আঙ্কারায় জাতিসংঘ মহাসচিবকে অভ্যর্থনা জানাবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে তুরষ্ক। এর আগে, দুই দেশের প্রতিনিধি দল বেশ কয়েকবার বৈঠক করলেও কোনো সমাধান আসেনি।

প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো। তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Link copied!