জাতীয় পরিষদের অধিবেশন রাত ১২টা পর্যন্ত চলবে

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১০, ২০২২, ০৪:১৩ এএম

জাতীয় পরিষদের অধিবেশন রাত ১২টা পর্যন্ত চলবে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির জন্য দেশটির জাতীয় পরিষদের অধিবেশন রাত ১২ টা পর্যন্ত চলবে। সূত্রের বরাত দিয়ে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

আরও পড়তে পারেন:পাকিস্তানে আস্থা ভোটে কোন প্রধানমন্ত্রী কখনই হারেননি

পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১০টায় ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাবের অধিবেশন শুরু হয়। এর কিছুক্ষণ পর স্পিকার আসাদ কাইসার অধিবেশন মূলতবির সিদ্ধান্ত নেন। তিনি স্থানীয় সময় সাড়ে ১২ টায়  ফের অধিবেশন শুরুর সময় ঠিক করে দেন। অধিবেশন শুরু হয় বিকেল আড়াইটার দিকে।

এই সময়  আরেকটি চমক দেখা যায়। সেটি হলো অধিবেশন পরিচালনা করতে স্পিকার আসাদ কায়সার না এসে অপর ডেপুটি স্পিকার আমজাদ খান নিয়াজি আসেন। 

অধিবেশনের শুরুতে বক্তব্য রাখেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। জিও নিউজের খবরে বলা হয়, ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের আইনপ্রণেতারা ইচ্ছা করে সময় দীর্ঘায়িত করেছেন। অধিবেশন চলাকালে ইমরান খানের দলের সদস্যরা ইচ্ছে করে সময়ক্ষেপণ করছেন যেন আজ ভোট আয়োজন না হয়।

আরও পড়তে পারেন-অনাস্থা প্রস্তাবে ভোটাভুটিতে স্পিকারের অস্বীকৃতি: জিও নিউজ

জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন তাদের সর্বশেষ খবরে জানিয়েছে, পাকিস্তানের স্থানীয় সময় রাত ৯ টায় ভোটাভুটি শুরু হতে পারে। তবে ওই সময় পর্যন্ত ভোটাভুটি না হওয়ায় রাত ১২ টা পর্যন্ত অধিবেশন চলবে বলে জিও নিউজ’র খবরে বলা হয়।

জিও নিউজ’র খবরে আরও বলা হয়, শনিবার মধ্যরাত পর্যন্ত অধিবেশন চলবে। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করা হবে কি না এ নিয়ে তর্ক-বিতর্ক চলতে থাকবে।

এদিকে, অনাস্থা প্রস্তাবে ভোট আয়োজনে স্পিকার ও প্রধানমন্ত্রী ইমরান খান গড়িমসি করছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো। এমতাবস্থায় অনাস্থা ভোট না হওয়া পর্যন্ত জাতীয় পরিষদ ছেড়ে যাবেন না বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। 

Link copied!