আজ বিকেলে দেশে আসবে জাপানের পক্ষ থেকে কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে দেওয়া টিকার পঞ্চম ও শেষ চালান। এই চালানে ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা জাপান থেকে আজ দেশে আসবে। শনিবার (২৮ আগস্ট) বিকেল সোয়া ৩ টার দিকে টিকাগুলো পৌঁছানোর কথা।
শুক্রবার (২৭ আগস্ট) জাপানের স্থানীয় সময় রাতে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে অ্যাস্ট্রাজেনেকার টিকাগুলো নিয়ে ঢাকার উদ্দেশে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন টিকার চালানটি নিয়ে ফ্লাইটটির ঢাকার উদ্দেশে যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। টোকিওর বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে শুক্রবার (২৭ তারিখ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২১ আগস্ট জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে পৌঁছায়। ২ আগস্টে আসা তৃতীয় চালানে জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা আসে। ৩১ জুলাই আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ ও ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছায়।
সবমিলিয়ে বাংলাদেশকে জাপান ৩০ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে।