জাপানের সিরেতোকে ন্যাশনাল পার্ক ঘুরতে গিয়ে বোট ডুবে নিখোঁজ হয়েছেন ২৬ যাত্রী। প্রচন্ড ঠান্ডা পানিতে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত আছে। কোস্ট গার্ড জানিয়েছে, ডুবে যাওয়ার আগে দ্য-নাইনটিন টন কাজু নামের ওই স্পিডবোটটি থেকে উদ্ধারের জন্য যোগাযোগের চেষ্টা করা হয়েছিলো। ৬টি পেট্রোল বোট নিয়ে প্রায় ১০ ঘন্টা ধরে ব্যাপক অভিযানের পরও জীবিত কাউকে উদ্ধার করা যায়নি। বোটটিতে শিশুসহ ২৪ জন যাত্রী ছিলো। দুইজন ছিলেন বোটের চালক।
দুর্ঘটনার পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দেশটির দক্ষিণাঞ্চলে দুই দিনের জরুরী পানি সম্মেলনের কর্মসূচি বাতিল করে রাজধানী টোকিওতে ফিরছেন। জাপানের গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, হোক্কসট সাগরের যে এলাকায় ওই ন্যাশনাল পার্কটির অবস্থান সেখানে ৩ মিটার (৯ফুট) পর্যন্ত ঢেউয়ের সতর্কতা জারি করা সত্ত্বেও ওই ভ্রমণকারী দলটি পার্কটি ঘুরতে যান। টোকিও একটি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর জানিয়েছেন, সম্ভবত প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে বোটটি ডুবে গেছে। বোটটি তিমি মাছের ধাক্কাতেও ডুবতে পারে বলে ধারণা তার।
জাপানের হোক্কাইদো দ্বীপে অবস্থিত এ পার্কটি ঘুরতে ৩ ঘন্টার মত সময় লাগে। কেবলমাত্র পায়ে হেঁটে এবং স্পিডবোটে করে ওই পার্ক ঘোরার সুযোগ রয়েছে। তিমি, ডলফিনের মতো বড় বড় মাছের পাশাপাশি নানা ধরণের পশুপাখির জন্য পার্কটি বিখ্যাত। বিরল প্রজাতির ধুসর রংয়ের ভাল্লুকের দেখা মেলে এ পার্কে। ২০০৫ সালে ইউনেস্কো এ পার্কটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে।