জার্মানিতে ভয়াবহ বন্যায় নিহত ৮১ জন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২১, ০৫:১৭ পিএম

জার্মানিতে ভয়াবহ বন্যায় নিহত ৮১ জন

জার্মানির উত্তর–পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৮১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক হাজারের বেশি মানুষ।  শুক্রবার (১৬ জুলাই) বিবিসি জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার রাতজুড়ে প্রচণ্ড বৃষ্টির কারণে রাইন ও মোজেল নদীর শাখা পাহাড়ি নদীগুলোর দুই কূল উপচে যায়। খরস্রোতা নদীর পানি ছোট ছোট শহরগুলোতে ঢুকে পড়ে। বাসিন্দারা কিছু বোঝার আগেই নদীগুলোর পানি রাস্তা ও ঘরবাড়িতে ঢুকে পড়ে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলে হয়, রাইনল্যান্ড-পালাটিনেট প্রদেশের আরভেইলার জেলায় বন্যায় ৮১ জনের মৃত্যুর পাশাপাশি বহু মানুষ নিখোঁজ হয়েছে। আইফেল শহরে বেশ কয়েকটি পুরোনো স্থাপত্য ধসে পড়েছে।

নদীর পানি তীর উপচে লোকালয়ে প্রবেশের পর বাড়িঘরের ভেতর আটকা পড়া প্রায় ৫০ জন ছাদে আশ্রয় নিয়েছে। বৃহস্পতিবার ভোররাতে লেবারকুসন নামে বেসরকারি একটি ক্লিনিক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়।

কোলন শহরের পুলিশ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। বন্যাপীড়িত এলাকায় প্রায় দেড় লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। উদ্ধারকাজ চালাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুজন কর্মী নিহত হয়েছেন।

জার্মান সেনাবাহিনী নর্থ রাইন ওয়েস্টপেলিয়া এলাকার বন্যাকবলিত এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। বেশ কিছু এলাকার রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলো পানিতে ভেসে যেতে দেখা গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।

 

সূত্র: বিবিসি,রয়টার্স।

Link copied!