টাকার বদলে লেনদেনে সোনা!

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২১, ২০২১, ১০:৫২ পিএম

টাকার বদলে লেনদেনে সোনা!

গত কয়েক বছর ধরেই অর্থনৈতিক বিপর্যয়ে আছে ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলা। দারিদ্র্য এতটাই প্রবল যে, মানুষের কাছে কোন কেনাকাটার জন্য কোন কাগজের মুদ্রা নেই। তাই সেখানে লেনদেনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোনা। 

ঘটনার সত্যতা দেখতে হলে আপনাকে যেতে হবে ভেনিজুয়েলার প্রান্তীয় অঞ্চলে। দেশটির রাজধানী কারাকাসের দক্ষিণ-পূর্বাঞ্চলে ওরিনকো নদীর তীরবর্তী ঘাসে ঢাকা একটি এলাকায়। সেখানে বেশ কয়েকটি সেলুন ও রেস্টুরেন্ট আছে। যেগুলোর বাইরে কাজের বা খাবারের মূল্য লেখা আছে। কিন্তু তা কাগজের মুদ্রায় নয়। সোনার পরিমাণ লেখা আছে তাতে।

এক রাত কোন হোটেলে থাকতে চান? তাহলে আপনাকে মাত্র অর্ধ গ্রাম সোনা মূল্য হিসেবে পরিশোধ করতে হবে। কোন চাইনিজ রেস্টুরেন্টে দুজন মিলে দুপুরের খাবার খেতে চান? তাহলে আপনাকে মাত্র এক মাত্র .২৫ গ্রাম সোনা পরিশোধ করতে হবে। চুল কাটাতে হলে আপনাকে দিতে হবে ১ গ্রাম সোনার ৮ ভাগের এক ভাগ মাত্র।

সেই এলকার বাসিন্দা জরগে পেনা জানাচ্ছেন এসব পরিমাপ কিভাবে করা হয়। সোনার ছোট ছোট পাতলা তিন টুকরো মিলে হয় এক গ্রামের ৮ ভাগের এক ভাগ। যার বাজার মূল্য ধরা হয় ৫ ডলার। পেনা জানান, গত সপ্তাহেও তিনি চুল কাটার জন্য নাপিতকে সোনা দিয়ে মূল্য পরিশোধ করেছেন। ‘এখানে আপনি সবকিছুর মূল্য সোনা দিয়ে পরিশোধ করতে পারবেন’, জানান পেনা।

প্রযুক্তির পরম বিকাশের যুগে যেখানে মানুষ ট্যাপ করে টাকা লেনদেন করছে সেখানে এই সোনা দিয়ে লেনদেন কেমন না?

সোনা দিয়ে লেনেদেনের যুগ পেরিয়ে গেছে প্রায় শত বছর আগে। সেই জায়গায় মার্কিন ডলার লেনদেনের ক্ষেত্রে প্রধান মাধ্যম হয়ে উঠেছে। সেখানে এই যুগে এসে সোনা দিয়ে লেনদেন তো অস্বাভাবিকই তাইনা? তবে সময়ের প্রয়োজনে অনেক কিছুই করতে হয়। ভেনিজুয়েলাও হয়তো সেই পথেই হাটছে।

Link copied!