টিকায় অসমতা দূর করতে ২০ বিশ্বনেতার প্রতি আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১২, ২০২১, ১২:২২ এএম

টিকায় অসমতা দূর করতে ২০ বিশ্বনেতার প্রতি আহ্বান

দরিদ্র দেশসমূহের জন্য পর্যাপ্ত টিকা নিশ্চিতকরণের জন্য বিশ্বের ক্ষমতাধর ২০ নেতার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এছাড়া আগামী অক্টোবর মাসের আগেই টিকা দেয়ার পরিমাণের ক্ষেত্রে বিশ্বব্যাপী যে লজ্জাজনক অসমতা বিরাজমান, তা শেষ করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১১ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থার  সিনিয়র উপদেষ্টা ব্রুস আইলওয়ার্ড বলেছেন, বিশ্বের ধনী দেশগুলোকে জিজ্ঞাসা করা উচিত, দরিদ্র দেশগুলোর টিকা পাওয়ার অধিকার ব্যাহত করে, আমরা পরিস্থিতির আর কতটা অবনতি করব?

দীর্ঘদিন ধরেই বেশির ভাগ টিকা কুক্ষিগত করে রাখায়, ধনী দেশগুলোর ওপর ক্রমবর্ধমান হারে ক্ষোভ প্রকাশ করে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওইসব ধনী দেশ এই ঘটনা এমন এক সময়ে ঘটাচ্ছে, যখন উন্নয়নশীল বিশ্ব তার সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের রোগ প্রতিরোধের জন্য লড়াই করছে।

এই পরিস্থিতিতে ব্রুস আইলওয়ার্ড দরিদ্র দেশগুলোতে টিকা দেয়া কার্যক্রম বৃদ্ধিতে রাজনীতিক এবং ব্যবসায়ী ধনকুবেরদের প্রতি আহ্বান রাখার জন্য অনুরোধ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ক কথোপকথনের সময় কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘সম্ভবত বিশ্বে ২০ জন মানুষ আছেন, যারা টিকার অসমতা বিষয়ক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ। তাদের রয়েছে বড় বড় কোম্পানি। এসব বিষয়ে দায়িত্ব পালনে তারা ইনচার্জের অবস্থানে আছেন। তারা এমন সব দেশের নেতৃত্বে আছেন, যারা বিশ্বের বেশির ভাগ টিকা নিজেদের দখলে রেখেছেন।

তারা এমন সব দেশের প্রধান, যারা নিজেরা টিকা উৎপাদন করছেন। ওই ২০ জন মানুষকে আমাদের বলা উচিত- সেপ্টেম্বর শেষ হয়ে যাওয়ার আগেই এসব সমস্যা সমাধান করতে হবে। নিশ্চিত হতে হবে যে, প্রতিটি দেশের শতকরা ১০ ভাগ মানুষকে টিকা দেয়া হয়েছে।’


এএফপির হিসাবে সারাবিশ্বে এখন পর্যন্ত প্রায় ৪৫০ কোটি ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। বিশ্বব্যাংক উচ্চ আয়ের দেশ হিসেবে যাদেরকে শ্রেণিবিন্যাস করেছে, সেসব দেশে প্রতি ১০০ জন মানুষকে ১০৪টি ডোজ প্রয়োগ করা হয়েছে। অন্যদিকে নিম্ন আয়ের ২৯টি দেশে প্রতি ১০০ জন মানুষে টিকা দেয়া হয়েছে মাত্র দুই ডোজ। এ নিয়ে আমাদেরকেই লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেন ব্রুস আইলওয়ার্ড। তিনি বলেন, আমি সাহায্য করতে পারি না। কিন্তু ভাবতে পারি- যদি বিশ্বের কাছ থেকে আটকে রাখা টিকাগুলো পেতাম বা পাওয়ার চেষ্টা করতাম, তাহলে পরিস্থিতি কি আজকের মতো এত খারাপ অবস্থায় আসতো?

সূত্র: এএফপি।

Link copied!