মে ৩০, ২০২২, ০৯:৩২ এএম
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, টেক্সাসে স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখবে মার্কিন বিচার বিভাগ। রবিবার (২৯ মে) নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে স্কুল পরিদর্শনে যান প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। নিহত কোমলমতি শিশুদের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় তারা নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। হতাহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান। পরে স্থানীয় একটি গির্জায় প্রার্থনায় অংশ নেন।
মঙ্গলবার (২৪ মে) টেক্সাসের স্যান অ্যান্তোনিওর ইউভালডি শহরের ইলেমিনিটারি স্কুলে ১৮ বছর বয়সী এক তরুণের নির্বিচার গুলিতে ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষককে নিহত হয়। এরপর পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে ওই হামলাকারীও নিহত হয়। ভয়াবহ ওই হামলার ঘটনায় পুলিশি ভূমিকা নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। দাবি উঠেছে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কারের।