তালেবান শাসনের পথের কাঁটা হয়ে দাঁড়াবে তীব্র খরা ও খাদ্য সঙ্কট

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৯, ২০২১, ০৯:২৭ পিএম

তালেবান শাসনের পথের কাঁটা হয়ে দাঁড়াবে তীব্র খরা ও খাদ্য সঙ্কট

তীব্র খরায় নতুন করে ৭০ লাখেরও অধিক মানুষের জীবিকা হুমকির মুখে পড়েছে আফিগানিস্তানে। কৃষিকাজ ও গবাদি পশুপালনের ওপর নির্ভরশীল এসব মানুষের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

বিবিসির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, আফগানিস্তানে সবমিলিয়ে চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। এদের জরুরি মানবিক সহায়তার প্রয়োজন।  

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, আফগানিস্তানের খাদ্য উৎপাদন ব্যবস্থা প্রবল চাপের মধ্যে আছে। এর সঙ্গে কোভিড-১৯ মহামারীর প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অর্থনীতি। সম্প্রতি এই তালিকায় যোগ হয়েছে তালেবান ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন গোত্রের এলাকা ত্যাগের প্রবণতা।

বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক ডেভিড বেসলি বলেন, ‘আফগানিস্তানে খরা, সংঘাত, অর্থনৈতিক পরিস্থিতির অবনতির সঙ্গে কোভিড মহামারী যুক্ত হওয়ায় একটি ভয়াবহ বিপর্যয় ঘনিয়ে আসার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে’। তিনি আরো বলেন, আফগানিস্তানে খাদ্য নিরাপত্তা নেই এমন মানুষের সংখ্যা বেড়ে ১ কোটি ৪০ লাখে পৌঁছেছে।

এফএও-র মহাপরিচালক কু দংয়ু বলেন, ‘প্রবল খরার কারণে ক্ষতিগ্রস্ত আফগানেদের যদি আমরা সহায়তা দিতে ব্যর্থ হই তাহলে তাদের বড় অংশই কৃষি খামার ছেড়ে দিয়ে উদ্বাস্তুতে পরিণত হবে’। 

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আফগানিস্তানে মানবিক সহায়তা বৃদ্ধি করবে। তারা জানিয়েছে, তারা জাতিসংঘের সমন্বয়ে আফগানিস্তানের সহায়তার পরিমান ৪ গুণ বৃদ্ধির পরিকল্পনা করছে।

Link copied!