তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ পুতিনের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২১, ০২:৩৭ পিএম

তালেবানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ পুতিনের

আফগানিস্তানে তালেবানের নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) চীন ও রাশিয়া মধ্যকার নিরাপত্তাসংক্রান্ত এক ভার্চুয়াল বৈঠকে তিনি এ কথা বলেন।  

চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন ৮ সদস্যের জোট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) এর বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে পুতিন তালেবান সরকারের সঙ্গে রাশিয়ার কাজ করা প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন। এবং আফগানিস্তানে সন্ত্রাসবাদ ও মাদকপাচার বন্ধে তালেবানকে প্রভাবিত করতে এসসিও জোটের এখুনি পদক্ষেপ নেওয়া উচিত বলেও মনে করেন পুতিন।

বৈঠকে পুতিন বলেন, সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের উচিত আফগানিস্তানে জীবনযাত্রা স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আফগান কর্তৃপক্ষকে প্রভাবিত করতে নিজেদের সম্ভাবনাকে কাজে লাগানো।

বিশ্লেষকরা মনে করছেন চীন-রাশিয়া একত্রে মধ্য এশিয়াতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের প্রভাব খর্ব করতে চায়। তাই, মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর এই গুরুত্বপূর্ণ দুই শক্তি আফগানিস্তানে নিজেদের আধিপত্য বিস্তারে উঠেপড়ে লেগেছে। এ লক্ষ্যে রাশিয়া ও চীনসহ তাদের ঘনিষ্ঠ দেশগুলো সম্প্রতি একাধিক বৈঠক করেছে।

এদিকে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও তাদের সঙ্গে যোগাযোগ রাখছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ইরান।

Link copied!