তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুর তালিকায় ৩৪ হাজার নাম

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১২:১৬ পিএম

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যুর তালিকায় ৩৪ হাজার নাম

৬ ফেব্রুয়ারি হয়ে যাওয়া ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যুর সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা ২৯ হাজার ৬০৫ জন ও সিরিয়ায় ৪ হাজার ৫৭৪ জন। অন্যদিকে আহতের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি।

ভূমিকম্পে তুরস্কে ধসে পড়েছে ছয় হাজারেরও বেশি ভবন। এখনো বহুমানুষ আটকা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। গুণছে মৃত্যুর প্রহর। ভূমিকম্পের প্রায় ১৫২ ঘণ্টা পর রোববার তুরস্কের হাতেই প্রদেশে ধ্বংসস্তূপের নিচ থেকে ইসমিহান নামে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

এর আগে ভূমিকম্পের ১৪৭ ঘণ্টা পর একই প্রদেশ থেকে কুডি নামের ১২ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করা হয়। এর আগে ভূমিকম্পের পর ১৩৯ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা সাত মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়।

এই উদ্ধারের ঘটনাগুলো উদ্ধারকারীদের মনে আশার সঞ্চার করলেও সময় যত পেরোচ্ছে, ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবিত কাউকে উদ্ধারের আশাও ততই ফিকে হয়ে আসছে।

এদিকে, সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ধ্বংসস্তূপের নিচে আর কাউকে জীবিত পাওয়ার আশা নেই জানিয়ে সেখানে উদ্ধার অভিযানের সমাপ্তি টেনেছে স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটস। দেশটিতে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের কারণে এই এলাকায় ত্রাণ সরবরাহের প্রচেষ্টা বিঘ্নিত হচ্ছে। 

Link copied!