তুষারধসে ১০ ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৫, ২০২২, ০৩:২৫ পিএম

তুষারধসে ১০ ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

ভয়াবহ তুষারপাতে ভারতের উত্তরাখণ্ডে ১০ শিক্ষানবীশ পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। এখনও খোঁজ পাওয়া যায়নি আরও ১১ পর্বতারোহীর।

উত্তরাখণ্ডের পুলিশপ্রধান অশোক কুমারের বরাত দিয়ে৥ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় ভূমি থেকে প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় এ তুষারধসের ঘটনা ঘটে। ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ভূমি থেকে প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় ৪১ সদস্যের একটি পবর্তারোহী দল তুষারধসের কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। পর্বতারোহীদের সবাই উত্তর কাশীর নেহরু মাউন্টেইনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী বলে জানা গেছে।

উত্তরাখণ্ড সরকার জানিয়েছে, তুষারধসের ঘটনার পরই সেনা, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের (এনডিআরএফ) উদ্ধারকারী বাহিনী। অন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ রাখা হলেও বুধবার থেকে তা আবারও শুরু করা হয়।ভারতীয় বিমানবাহিনীর সদস্যরাও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।

তুষারধসের ঘটনায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন, ‘তুষারধসের কারণে মৃত্যুর জন্য আমি গভীরভাবে মর্মাহত। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি পরিস্থিতির খোঁজখবর রাখছেন বলেও জানিয়েছেন রাজনথি সিং।

Link copied!