তুষারপাতে ঢেকে গেছে সূর্যোদয়ের দেশ জাপান

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২১, ০৬:৩৫ পিএম

তুষারপাতে ঢেকে গেছে সূর্যোদয়ের দেশ জাপান

সূর্যোদয়ের দেশ বলে পরিচিত জাপানে জনজীবন ভারী তুষারপাতে বিপর্যস্ত। প্রবল তুষারপাতে ভেঙে পড়েছে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। ফলে বাতিল হয়েছে অভ্যন্তরীণ রুটের অনেক ফ্লাইট ও যান চলাচল।

শীতের তীব্রতা এতো বেশি যে ডিজিটাল স্ক্রিন রিডিং জানান দিচ্ছে, তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় সময়, রবিবার (২৬ ডিসেম্বর) জাপানের উত্তর ও পশ্চিম অঞ্চলে ভারী তুষারপাত হয়েছে। সাগর তীরর্বতী নিগাতা প্রিফেকচার এবং আশেপাশের এলাকায় সোমবার (২৭ ডিসেম্বর) সকালের মধ্যে ৯০ সেন্টিমিটার তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটিরে স্থানীয় আবহাওয়া দপ্তর।

ফলে তুষারে রাস্তা ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। পরিচ্ছন্নকর্মীরা কাজ চালিয়ে গেলেও তাতে লাভ হচ্ছে না খুব একটা। প্রবল তুষারপাতে রাস্তাগুলো ঢেকে যাচ্ছে পুনরায়। রাস্তায় রাখা গাড়িগুলোও যেন অকেজো পড়ে আছে।

এদিকে প্রবল তুষারপাতের কারণে রাস্তায় যানবাহন আটকে যেতে পারে, তাই লোকজনকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।

Link copied!