তৃণমূলের নির্বাচনী প্রচারে নচিকেতা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২১, ০৯:৪৫ পিএম

তৃণমূলের নির্বাচনী প্রচারে নচিকেতা

পশ্চিমবঙ্গের চলমান বিধানসভা নির্বাচনে মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূলের প্রচারে এবার দেখা গেছে জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতাকে।  বুধবার (২১ এপ্রিল) তৃণমূলের হয়ে প্রচারে এসে এক জনসভায় তিনি বলেন, ‘আমার দেখা সবচেয়ে বড় কমিউনিস্টের নাম মমতা বন্দ্যোপাধ্যায়।‘ এছাড়াও বিজেপির বিরুদ্ধে এক হাত নিয়ে এই শিল্পী বলেন, ‘কানার থেকে ঝাপসা ভাল।’

দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রদীপ মজুমদারের হয়ে এদিন প্রচারে আসেন তিনি। দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় মোড়ে এক জনসভায় মঞ্চে উঠতে দেখা যায় জীবনমুখী গানের খ্যাতিমান শিল্পীকে।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায়। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ। তবু কেন তাদের হয়ে প্রচারে? এই প্রশ্নের উত্তরে তার জবাব, ‘কানার চেয়ে ঝাপসা ভালো।’

নচিকেতা দাবি করেন, ওর চোখে দেখা বড় কমিউনিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, ‘বাংলা ও বাঙালির সংস্কৃতি ও কৃষ্টিকে সুরক্ষা দিতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।’ সেই কারণেই তিনি জোড়াফুলের হয়ে ভোট ময়দানে অবতীর্ণ হয়েছেন।

প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে তারকাদের বিশেষ ভূমিকা নিতে দেখা গেছে। একদিকে যেমন প্রধান দুই যুযুধান শিবিরেই রয়েছেন একঝাঁক তারকা প্রার্থী, পাশাপাশি প্রচারেও দেখা গিয়েছে বহু তারকাকে।

সম্প্রতি মহিমা চৌধুরী, আমিশা প্যাটেলের মতো অনেক তারকাকেই দেখা গিয়েছে প্রচারের মঞ্চে। সেই তালিকায় এবার নচিকেতাও। তবে গায়ক নচিকেতার রাজনৈতিক মতাদর্শ কিংবা রাজনীতির প্রতি তার বিশেষ আগ্রহ আজকের নয়। এর আগেও তাকে তৃণমূলের সভায় যোগ দিতে দেখা গিয়েছে।

 সূত্র: আনন্দবাজার।

Link copied!