নভেম্বর ২, ২০২২, ০১:০৬ পিএম
উত্তর কোরিয়ার নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র সমুদ্রসীমা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার উপকূলের কাছে পতিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) এটি দক্ষিণ কোরিয়া উপকূল থেকে ৬০ কিলোমিটারেরও কম দূরত্বে ভূপাতিত হয়।
বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, আজ বুধবার সকালে পিয়ংইয়ং তার পূর্ব উপকূল থেকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সিউলের জয়েন্ট চিফস অব স্টাফস জানান, বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র পূর্ব ও পশ্চিম দিকে নিক্ষেপ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, উত্তর কোরিয়ার এই ধরনের উস্কানিমূলক কাজ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বরদাস্ত করতে পারে না বলে আগেই জানিয়েছিল। দক্ষিণ কোরিয়া কঠোরভাবে এর প্রতিক্রিয়া জানাবে, সেক্ষেত্রে মার্কিন সহযোগিতাও তারা পাবে।
গত মঙ্গলবার উত্তর কোরিয়া হুমকি দিয়েছিল, মহড়া বন্ধ না করলে তারা ব্যবস্থা নেবে।