দনবাসে রাস্তায় রাস্তায় ইউক্রেন ও রুশ সেনাদের প্রচণ্ড লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

মে ৩০, ২০২২, ০৪:২৫ পিএম

দনবাসে রাস্তায় রাস্তায় ইউক্রেন ও রুশ সেনাদের প্রচণ্ড লড়াই

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস পুরোপুরো দখল নিতে ইউক্রেন ও রাশিয়ার  সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই চলছে। এরই মধ্যে দনবাসের বেশ কয়েকটি শহর রুশ সেনাবাহিনী দখলে নিলেও এখনও রাস্তায় রাস্তায় দুই পক্ষের সম্মুখ যুদ্ধ চলছে। 

এ ছাড়া সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক নামে গুরুত্বপূর্ণ দুটি শহর ঘেরাও করে রুশ বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে বলে রয়টার্সের খবরে বলা হয়।

ইউক্রেনীয় সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,রবিবার দনবাসের দোনেৎস নদীর পূর্ব তীর ধরে সেভেরোদোনেৎস্ক শহর এলাকায় অভিযান আরও জোরদার করেছে রুশ বাহিনী।

লুহানস্ক অঞ্চলের গভর্নর সের্গি গাইডের বরাত দিয়ে বিবিসি’র খবরে বলা হয়, লিসিচানস্ক শহরের পরিস্থিতি খুবই বাজে আকার ধারণ করেছে। 

সের্গি গাইডে জানান, রুশ বাহিনীর ছোড়া গোলা একটা আবাসিক ভবনে আঘাত হেনেছে। এতে এক তরুণী নিহত হয়েছেন। আরও চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রসঙ্গত, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় মস্কো-কিয়েভের দ্বন্দ্ব আরও প্রকট হয়। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।

তবে ওই কৌশল কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর দুদিন পর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Link copied!