আড়াই লাখ ডোজ করোনা টিকা দেবে গুগল

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৮, ২০২১, ০৮:০০ পিএম

আড়াই লাখ ডোজ করোনা টিকা দেবে গুগল

বিশ্বের দরিদ্র দেশসমূহের জন্য আড়াই লাখ ডোজ করোনা টিকার খরচ বহন করবে গুগল। গুগলের দেখাদেখি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এধরনের উদ্যোগ নেওয়ার কথা ভাবছে।

অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া দেশগুলিতে এই টিকা পৌঁছাতে আন্তর্জাতিক ভ্যাকসিন প্রদানকারী সংস্থা ‘গাভির‘ সঙ্গে যৌথ উদ্যোগে গুগল এ কাজটি করবে।

করোনার টিকাকরণের পপ-আপ সাইট গুলির জন্যেও সম্প্রতি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে গুগল। এই খাতে মোট ২.৫ মিলিয়ন ডলার দেওয়ার কথা জানিয়েছে তারা।

টিকা বিষয়ক পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্টে গুগলের পক্ষ থেকে বিজ্ঞাপনের জন্য দেওয়া হবে ২৫০ মিলিয়ন ডলার। কোথায় কোথায় করোনার টিকা পাওয়া যাবে, তা চাইলেই গুগল ম্যাপে দেখে নিতে পারবেন টিকা প্রার্থীরা। গত বছরের মার্চ মাসেও মহামারী মোকাবেলায় প্রায় ৮০০ মিলিয়ন ডলার দান করেছিল গুগল।

তবে করোনা টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে এমন ভিডিও প্রকাশ করে ইতোমধ্যে বিতর্কে জড়িয়েছে গুগলের ভিডিও সংস্থা ইউটিউব। গুগলের উদ্যোগে করোনা পরীক্ষার একটি প্রকল্পও ক্যালিফোর্নিয়ায় এক বছরের আগেই বন্ধ হয়ে যায়।

সূত্র:  টাইমস অব ইন্ডিয়া।

 

Link copied!