যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসি কংগ্রেসে বলেছেন, ‘স্বাধীন তদন্ত কমিশন’ ৬ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটলে হামলার ঘটনার তদন্ত করব। ওই সহিংসতার প্রকৃত সত্য আমরা খুঁজে বের করবোই।’
আইনজীবীদের উদ্দেশে লেখা এক চিঠিতে সোমবার পেলোসি এসব কথা বলেন।
পোলোসি আরও বলেন, ‘২০০১ সাালে নিউইয়র্কের পেন্টাগন হামলার তদন্তে গঠিত কমিটির আদলে এই তদন্ত কমিটি গঠিত হবে। তারা আমাদের হামলার প্রকৃত কারণ ও ঘটনা সম্পর্কে জানাবে। ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ প্রক্রিয়ায় হস্তক্ষেপকারীদের ছেড়ে দেওয়া হবে না। পাশাপাশি ক্যাপিটল পুলিশ ও নিরাপত্তা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যদের প্রস্তুতি ও প্রতিক্রিয়া নিয়েও অনুসন্ধান করা হবে।’
পেলোসি বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রুশেল অনার গত কয়েক সপ্তাহ ধরে ক্যাপিটলের নিরাপত্তা বাহিনীর সদস্য ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনুসন্ধান চালাচ্ছেন। রুশেলের তদন্তে আরও জানা যায়, ক্যাপিটলের সদস্যদের নিরাপত্তা ও ক্যাপিটলের নিরাপত্তা ব্যবস্থায় কংগ্রেসের আরও বেশি বরাদ্দ দেওয়া দরকার বলে জানা যায়।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটল হামলায় ‘উসকানি’ দেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। বাতিল হয়েছে তার দ্বিতীয় দফার অভিশংসনের প্রস্তাবও। কিন্তু ডেমোক্রেট পার্টিও সদস্য এবং কিছু রিপাবলিকানও চান ৫ জন মানুষের প্রাণ কেড়ে নেওয়া, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কলঙ্কজনক এই হামলার সঠিক তদন্ত হোক।
তথ্যসূত্র: বিবিসি