দিল্লীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত: তলিয়ে গেছে বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২১, ০৬:০৭ এএম

দিল্লীতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত: তলিয়ে গেছে বিমানবন্দর

ভারতের রাজধানী নয়া দিল্লীতে বিগত ৪৬ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতে তলিয়ে গেছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। শনিবার (১১ সেপ্টেম্বর) ১০০ মিলিমিটারেরও বেশিপাত বৃষ্টি হয়েছে দিল্লীতে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

৪৬ বছর পুরোনো রেকর্ড ভাঙা আচমকা এই ভারী বৃষ্টিপাতের ফলে পানিবন্দী হয়ে পড়ে দিল্লী বিমানবন্দর। যদিও বিমানবন্দর কর্র্তপক্ষ দ্রুতই এই সমস্যার সামাধান হয়েছে বলে দাবী করে। তবে বেশ কয়েকটি টার্মিনালে পানি জমে যাওয়ায় কয়েকটি বিমানের যাত্রাপথ পরিবর্তন করেছে তারা।

চারটি অভ্যন্তরীণ এবং একটি আন্তর্জাতিক ফ্লাইট দিল্লী থেকে জয়পুর এবং আহমেদাবাদে পাঠিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ।

Link copied!