মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত দুবাইয়ের একটি পাঁচতলা আবাসিক ভবনে আগুন লাগার ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দুবাইয়ের আল রাস এলাকার ওই অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লাগে।
হতাহতের বিষয় নিয়ে স্থানীয় মিডিয়া অফিসের পাঠানো দুবাই সিভিল ডিফেন্সের এক বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল’র প্রতিবেদনে বলা হয়, শনিবার দুপুর ১২ টা ৩৫ মিনিটের দিকে দুবাইয়ের আল রাসে ওই অ্যাপার্টমেন্ট ভবনে আগুনের সূত্রপাত হয়। দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমকে আগুন লাগার বিষয়টি জানানোর ৬ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে বেশ কয়েকটি ইউনিট পৌঁছায় ও আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দুপুর ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে দুবাই সিভিল ডিফেন্সের মুখপাত্র বলেন, আহতদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
আগুন লাগার প্রকৃত কারণ এখনও সরকারিভাবে জানানো হয়নি। তবে দুবাই সিভিল ডিফেন্সর এই মুখপাত্র বলেন, “ভবনের নিরাপত্তা মেনে চলায় ঘাটতি রয়েছে বলে প্রাথমিক তদন্তে দেখা গেছে। আর একারণেই আগুন লেগেছে।” সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ বিশদভাবে জানতে তদন্ত পরিচালনা করছে বলেও তিনি জানান।
এদিকে, ভবন থেকে আগুনের লেলিহান শিখা দেখেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা জানান, সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অ্যাপার্টমেন্টের জানালা থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা বেরিয়ে আসতে দেখা গেছে।